গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রাস্তায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গয়লাকান্দিতে (শান্তিপুর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুকসুদপুরের সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন।
নিহতরা হলেন– উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের প্রয়াত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে মো. ফায়েজুল মাতুব্বর (১৫) ও একই গ্রামের মো. ওমর আলী শেখের ছেলে মো. হাফিজুল শেখ (১৮)।
নিহতদের পরিবার ও স্থানীয়দের বরাতে মুকসুদপুরের সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন জানান, বুধবার রাতে দুই বন্ধু মোটরসাইকেলে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের ঘুরতে বের হয়। রাত ১০টার দিকে দ্রুতগামী মোটরসাইকেলটি শান্তিপুর এলাকায় রাস্তায় থেমে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক হাফিজুল মাতুব্বর ও আরোহী ফায়জুল মাতুব্বর সড়কের ওপর ছিটকে পড়ে।
তিনি জানান, আশপাশের লোকজন উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।