Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

তৃতীয় দেশের ভিসা পেতে ভারতের বিকল্প খুঁজছে সরকার

ss-visa-approved-picture-14112024
[publishpress_authors_box]

বিশ্বের সব দেশের দূতাবাস বাংলাদেশে নেই। ফলে নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি দেশের দীর্ঘমেয়াদী ভিসার জন্য বাংলাদেশিদের নিকটতম দেশ হিসেবে ভারতের সংশ্লিষ্ট দূতাবাসে যেতে হয়।

সেক্ষেত্রে প্রথমে প্রয়োজন হয় ভারতীয় ভ্রমণ ভিসার।

কিন্তু ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য ভ্রমণসহ বেশ কয়েক ধরনের ভিসা বন্ধ রেখেছে ভারত। ফলে বেশ কিছু দেশের ভিসার জন্য ভারতে যেতে পারছেন না বহু বাংলাদেশি। যার মধ্যে রয়েছে ইউরোপের কয়েকটি দেশে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

এই পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য ভারতের সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ শুরুর বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে সরকার।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান।

তিনি জানিয়েছেন, বাংলাদেশি শিক্ষার্থীরা যেন তৃতীয় দেশের ভিসা ভারতের পরিবর্তে অন্য কোনও প্রতিবেশি দেশ থেকে সংগ্রহ করতে পারেন সে বিষয়ে কাজ চলছে।

তৌফিক হাসান বলেন, “বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণের বিষয়ে সরকার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা (ভারত) বলেছে যে, জনবল সংকটের কারণে কয়েক ধরনের ভিসার প্রক্রিয়াকরণ বন্ধ রেখেছে।”

তৃতীয় দেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, “যেসব বাংলাদেশী শিক্ষার্থীর এখন তৃতীয় দেশের ভিসা পেতে ভারতে যেতে হবে, তারা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা পাকিস্তানের মতো বিকল্প জায়গা থেকে তাদের ভিসা পেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত