Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সরকারি ৯ ব্যাংকে এমডি নিয়োগ

ss-Ministry-Finance-211024
[publishpress_authors_box]

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ৯ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সোনালী ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শওকত আলী খান। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি ছিলেন।

জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মজিবর রহমান। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি ছিলেন।

এছাড়া অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি হিসেবে মো. জসীম উদ্দিন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি হিসেবে মো. কামরুজ্জামান খানকে নিয়োগ দিয়েছে সরকার।

চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর থাকবে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী তিন বছর।

তবে রূপালী ব্যাংকের এমডি নিয়োগের বিষয়টি এখনও জানা যায়নি।

একইদিন রাষ্ট্রায়ত্ত চারটি বিশেষায়িত ব্যাংকের এমডি নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন।

পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানু ও প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ নিয়োগ পেয়েছেন।

এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আলীকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত