মূল্যস্ফীতির লাগাম টানতে এবার চালের আমদানি শুল্ক ১০ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ করেছে সরকার।
রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে চাল আমদানিতে ২৫ শতাংশ কাস্টমস শুল্ক রয়েছে।
নতুন ঘোষণায় চাল আমদানির নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ এই শুল্ক ২০ শতাংশ কমানো হয়েছে।
সরকারের দাবি অনুযায়ী, গত অর্থবছরে দেশে চাল আমদানি করতে হয়নি। গত ২৫ মে তৎকালীন খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছিল।
সম্প্রতি দেশের চালের বাজারে প্রতি কেজি চালের দাম ৪-৫ টাকা পর্যন্ত বেড়েছে।
এমন পরিস্থিতিতে চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে এনবিআরের এক কর্মকর্তা জানিয়েছেন।