Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

রাষ্ট্রপতি অপসারণে সিদ্ধান্ত রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে : রিজওয়ানা

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সকাল সন্ধ্যা
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ক্রমশই জোরাল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই সরকার একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে রিজওয়ানা বলেন, “রাষ্ট্রপতি কী বলেছেন সেটা আমাদের নজরে আনা হয়েছে। তার পদত্যাগের দাবিতে যে আন্দোলন হচ্ছে, সেটাও বিবেচিত হয়েছে। একই সঙ্গে কিছু রাজনৈতিক দল রাষ্ট্রপতির পদত্যাগে যে সাংবিধানিক সংকট দেখছে, সেটাও আলোচনা হয়েছে।”

উপদেষ্টা বলেন, “বলা হচ্ছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। আবার সেখানে রাজনৈতিক দলগুলো একটা বিপরীতমুখী অবস্থান নিয়েছে। যদিও তারা এখনও খুব স্পষ্টভাবে যে তাদের অবস্থান আমাদের কাছে বলেছে তা না। বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।”

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে আশা করি। পদত্যাগের দাবিটা ক্রমান্বয়ে জোরাল হচ্ছে। এটা গণদাবি, সেহেতু রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সিদ্ধান্ত ও অবস্থান স্পষ্ট করতে হবে।”

রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে নীতিমালা কী হবে– এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, “এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি ঘোড়ার আগে গাড়িকে নিয়ে গেলে সমস্যা। এই মুহূর্তে কথা হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে দাবি উঠেছে এটা নিয়ে কীভাবে ডিল করব। আমরা বলছি এটা রাজনৈতিক বিষয়।

“এটা যেহেতু রাজনৈতিক আলোচনা, এটাকে লিগ্যাল না কন্সটিটিশিয়নাল ইস্যু হিসেবে আমরা দেখছি না। কারণ আমরা একটা অস্বাভাবিক পরিবেশে আছি। সবকিছু সংবিধান মেনে করতে হবে– সেটা সম্ভব হবে কি না এটা আমাদের ভাবতে হচ্ছে। বিষয়টাকে রাজনৈতিকভাবে দেখছি। প্রচেষ্টা রাজনৈতিক ঐকমত্যের।”

এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, “রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা এসেছে। সরকার অন্য ইস্যুর মতো সেটা বিবেচনা করছে। এটা তো সংলাপের বিষয়। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয়। সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে।”

রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে কিনা সে সিদ্ধান্ত কতদিনের মধ্যে হতে পারে জানতে চাইলে উপদেষ্টা রিজওয়ানা বলেন, “সময়টা এরকম করে বলা যায় না। দলগুলোর ওপর নির্ভর করে তারা কোন অবস্থানে যাবে। তাদের আশঙ্কার জায়গা কোথায়, সেই আশঙ্কাগুলো কতটা বাস্তবসম্মত কি না? আমরা খুব তাড়াহুড়ায় আছি তা না। এটা যেহেতু গণদাবি, আবার বিলম্বিত করার সুযোগ নাই। কিন্তু কতদিন এটা বলা যায় না।”

রাষ্ট্রপতিকে অপসারণে সরকার চাপে আছে কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, “সরকার পরিচালনায় অনেকটাই চাপ। কিন্তু এটাতে অস্বস্তি থাকার কিছুই নেই। একটা ইস্যু এসেছে। তার সমাধান হবে। সমাধান যেহেতু রাজনৈতিক ঐকমত্যে দেখছি তাতে অস্বস্তির কিছুই নেই।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ : যে যুক্তি দিলেন উপদেষ্টা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কোন যুক্তিতে ৩২ বছর করা হয়েছে জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, “যে যুক্তিগুলোতে বলা হচ্ছে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করতে হবে। যেমন করোনা, আন্দোলন– সেগুলো আসলে অস্থায়ী কারণ। এগুলো স্থায়ী কোনও কারণ না, যার জন্য আমাকে বড় কোনও পরিবর্তনে যেতে হবে।

“আমরা দেখেছি, যেহেতু বিসিএসের প্রতি অনেকের আগ্রহ থাকে, অনেক দূর বাড়িয়ে দিলে একজনই বারবার এখানে পরীক্ষা দেয়, অন্যদের জন্য সুযোগ সীমিত হয়ে যেতে পারে। এটার কিছু অর্থনৈতিক বিষয়ও আছে। এগুলো হচ্ছে স্থায়ী বিষয়। এগুলো চিন্তা করে বয়স ৩২ রাখাটা সমীচীন।”

আন্দোলন হলে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এই সিদ্ধান্ত আর পরিবর্তন করা হবে না। আন্দোলন তো হতেই পারে। আন্দোলনের প্রেক্ষিতে আলোচনাও হতে পারে। ৩৫ এর পক্ষে যেমন আন্দোলন আছে, এর বিপক্ষেও আন্দোলন আছে।”

সরকারি অর্থে হজে যাবে না কেউ

চলতি বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না বলে সংবাদ সম্মেলনে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “হজ ব্যবস্থাপনার জন্য যাদের যেতে হয় তারা যাবে, তাছাড়া সরকারি অর্থে যে কেউ হজে যাওয়া– সেটা এবছর কেউ যাবে না।”

হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “যতটা সম্ভব হজযাত্রীদের ব্যয় কমানো হবে। এ মাসের শেষেই হজের প্যাকেজ ঘোষণা হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত