Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ত‍্যাগ মনে রাখতে গ্রাফিতি

8
[publishpress_authors_box]

দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি, বদলে গেছে পঞ্চগড়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই পঞ্চগড়ের দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি। পঞ্চগড়ের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় দেয়ালে দেয়ালে এই গ্রাফিতি এঁকেছে। আর এতেই নতুনভাবে পঞ্চগড়ের বিভিন্ন এলাকার দেয়াল বদলে গেছে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ, বলছেন তারা।

গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনার ও পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম এর দেয়ালে গ্রাফিতি ও ক্যালিগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অর্জন।

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শর্মিলা আক্তার বলেন, আমরা পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী মিলে গ্রাফিতি এঁকেছি। ২০২৪-এর ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন একটি স্বাধীনতা আমরা পেয়েছি। এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সবকিছু স্মরণীয় করে রাখবে দেয়ালের এই গ্রাফিতি।

তেঁতুলিয়া শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রনিক ইসলাম জানান, তেঁতুলিয়া সদরের বিভিন্ন স্থানে অনেক গ্রাফিতি আমরা এঁকেছি। সবকিছুর মধ্যে দারুণ একটা পরিবর্তন হয়েছে। সবাই নিজের মত প্রকাশ করতে পারছি। সামনে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। একটি নিয়মতান্ত্রিক দেশ, যেখানে মানুষ ছবি আঁকতে পারবে, গান গাইতে পারবে, সিনেমা বানাতে পারবে সেরকম দেশ চাই।

প্রবীণ সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ বলেন, গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অবদান তুলে ধরার জন্যই তারা এ উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট এন্ড ইনস্টিটিউটের সহকারী শিক্ষক আজাহারুল ইসলাম জুয়েল বলেন, পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে গেলে দেখা যায় গ্রাফিতি ও দেশ সংস্কারের নানা স্লোগানে ছেয়ে গেছে রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল। পঞ্চগড়ে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছাত্র আন্দোলনের পটভূমি।

সমাজ কর্মী সাইফুল ইসলাম শান্তি বলেন, আন্দোলন ও ত্যাগের মহিমা তুলে ধরতেই শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছে।

সচেতন নাগরিক ও সুজনের পঞ্চগড় জেলার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু বলেন, সমাজ পরিবর্তনে ও মানুষের সমস্যা সমাধানে গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পঞ্চগড় শহরে আঁকা গ্রাফিতি মানুষের মাঝে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা পৌঁছে দিচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত