দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড চলতি ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৪ হাজার ২২০ কোটি টাকা আয় করেছে। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি।
এই প্রবৃদ্ধি এবং শক্তিশালী ব্যালেন্স শিটের ফলে বোর্ড এই প্রান্তিকের জন্য শেয়ারপ্রতি ১৬ টাকার অন্তর্বর্তী লভ্যাংশের সুপারিশ করেছে বলে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ২৩ লাখ বেড়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে নতুন ২৩ লাখ গ্রাহকসহ গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫৩ লাখে। এই গ্রাহকের ৫৮ দশমিক ৩ শতাংশ অর্থাৎ ৪ কোটি ৯৭ লাখ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় দক্ষতা ও অটোমেশনের ওপর ভিত্তি করে ব্যয়ের চাপ কমিয়েছে। এই নিয়ে টানা ১৩ প্রান্তিকে লক্ষণীয় আর্থিক অগ্রগতি এবং প্রবৃদ্ধি ধরে রেখেছে গ্রামীণফোন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “আমরা প্রবৃদ্ধির কৌশলে মনোযোগী ছিলাম এবং ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখে ব্যবসায় স্থিতিশীলতা বজায় রেখেছি। মাইজিপি অ্যাপটির বর্তমান সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি, যা অ্যাপটিকে দেশের বৃহত্তম সেল্ফ -সার্ভিস অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”
গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো রিসব্যাক বলেন, “আমরা বছরের প্রথমার্ধ শেষ করলাম। আমি অত্যন্ত আনন্দিত যে, প্রথম প্রান্তিক ভালোভাবে পার করার পর, বছরের দ্বিতীয় প্রান্তিকেও সকল ক্ষেত্রে আমাদের অগ্রগতি অব্যাহত রেখেছি।”
তিনি বলেন, “দক্ষতা ও অটোমেশনের ওপর ভিত্তি করে আমরা খরচের চাপ কমিয়েছি এবং এই নিয়ে টানা ১৩ প্রান্তিকে লক্ষণীয় আর্থিক অগ্রগতি এবং ইবিআইটিডিএ-এর ক্ষেত্রে প্রবৃদ্ধি ধরে রেখেছে গ্রামীণফোন।”