Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

কলড্রপ : গ্রামীণফোনকে শোকজ বিটিআরসির

Call Drop
[publishpress_authors_box]

কলড্রপ ইস্যুতে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বরাদ্দকৃত স্পেকট্রাম ব্যবহার না করার কারণ জানতে চেয়ে সোমবার এই নোটিস পাঠানো হয় বলে বুধবার এক অনুষ্ঠানে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে জি-ব্রেইন নামের একটি সেবার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। শোকজের জবাব সন্তোষজনক না হলে গ্রামীণফোনকে জরিমানা করা হবে বলেও জানান তিনি।

এক্ষেত্রে ১ কোটি থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতা আছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক সাংবাদিকদের বলেন, “স্পেকট্রাম বরাদ্দের তুলনায় ব্যবহার কম। গ্রামীণফোন বারবার বলছে, তাদের টাওয়ার কম।

“কিন্তু টাওয়ার যা আছে, তাতে বিটিআরসি যতটুকু স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে, সেটা কেন ব্যবহার করছে না গ্রামীণফোন? কারণ ওই স্পেকট্রাম ব্যবহার করতে গেলে আরও কিছু প্রযুক্তির সম্প্রসারণ ও অর্থায়নের বিষয় আছে। এটা করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি ছিল।”

প্রতিশ্রুতি অনুযায়ী প্রযুক্তির সম্প্রসারণ ও অর্থায়ন না করায় স্পেকট্রামের সঠিক ব্যবহার হচ্ছে না এবং সে কারণেই কলড্রপ হচ্ছে বলে মনে করেন প্রতিমন্ত্রী।

“এটা আমরা খুঁজে বের করেছি এবং ধরেছি। কেন গ্রামীণফোন সেটা করল না? এ কারণে আমরা তাদের শোকজ করেছি,” বলেন তিনি।

আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে বক্তব্য রাখছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শোকজের জবাব সন্তোষজনক না হলে গ্রামীণফোনকে জরিমানা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, “গ্রামীণফোন সদুত্তর দিতে পারলে তারা মাফ পাবে। সদুত্তর দিতে না পারলে ১ কোটি থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতা আছে বিটিআরসির।”

গত ৩০ জুন বিটিআরসিতে এক সভায় গ্রামীণফোনের কলড্রপ নিয়ে আলোচনা হয় জানিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, সভায় ১ জুলাই থেকে কলড্রপ ইস্যুতে মোবাইল অপারেটরগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর গ্রামীণফোনকে সবার আগে কলড্রপ নিয়ে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

কলড্রপ ইস্যুতে অন্য অপারেটরদের কর্মকাণ্ডও পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

“আমরা গোপনে নজরদারি করছি। আমাদের দুটি গাড়ি পর্যায়ক্রমে সব জেলায় যাবে। কখন কোন জেলায় যাবে, তা মোবাইল অপারেটররা আগে জানবে না।”

জি-ব্রেইন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে জি-ব্রেইনবিডি ডট এআই সেবা উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

এসময় তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন বিস্ময়কর এক দৈত্যে পরিণত হয়েছে। এর ব্যবহারে পিছিয়ে থাকলে চলবে না। এ কারণে সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এআইকে গুরুত্ব দিয়ে জি-ব্রেইন সেবাটি চালু করা হয়েছে।

“কনস্টিটিউশন জিপিটি, বাজেট জিপিটি ও স্টার্টআপ জিপিটি-এই তিন বিশেষ জিপিটি মডেলের সমন্বয়ে গঠিত এই সেবা। সরকারের এই উদ্যোগে সহায়তা করছে ওরিয়ন ইনফরমেটিক্স ও বাংলাদেশ ইউনিভার্সিটি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত