Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

গ্রামীণ কল্যাণকে অবশিষ্ট ১১৯ কোটি টাকা পরিশোধ করতে হবে : হাইকোর্ট

গ্রামীণ
গ্রামীণ কল্যাণের স্বাস্থ্য প্রকল্পের একটি অ্যাম্বুলেন্স
[publishpress_authors_box]

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা সাড়ে ছয় কর বর্ষের আয়কর বাবদ অবশিষ্ট ১১৯ কোটি ২৯ লাখ ২৮ হাজার ১৯০ টাকা পরিশোধ করতে হবে গ্রামীণ কল্যাণকে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এ সংক্রান্ত সাতটি রেফারেন্স আবেদন খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সর্দার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আদালতে এনবিআরের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতীকার চাকমা, সঙ্গে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। অন্যদিকে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন সর্দার জিন্নাত আলী।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ড. ইউনূস সাতটি রেফারেন্স মামলা করেছিলেন। এই মামলাগুলোর শুনানি শেষে আজ রায় দিয়ে সবগুলো রেফারেন্স খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠানটিকে ১১৯ কোটি ২৯ লাখ ২৮ হাজার ১৯০ টাকা দিতে হবে।

তিনি বলেন, “এ প্রতিষ্ঠানের কাছে সর্বমোট দাবি ছিল ৫৫৪ কোটি টাকা। যেহেতু ধাপে ধাপে প্রথম আপিল অনুযায়ী অনেকটা পরিশোধ করেছেন সুতরাং অবশিষ্ট ১১৯ কোটি টাকা এখন পরিশোধ করতে হবে।”

অন্যদিকে সর্দার জিন্নাত আলী জানান, রায়ের বিষয়ে যাবতীয় ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি। এখন আপিলের বিষয়ে গ্রামীণ কল্যাণ সিদ্ধান্ত নেবে।

রেফারেন্স মামলা থেকে জানা যায়, উপকমিশনার অব ট্যাক্সেস (ডিসিটি) মূল্যায়ন করে ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ (১২ মাস) ও ২০১৬-১৭ (ছয় মাস)—এই করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের প্রতি করারোপ করে নোটিশ দেয় এনবিআর। এ দাবির বিরুদ্ধে উপকর কমিশনারের দপ্তরে আবেদন করলে সেখানে খারিজ হয় গ্রামীণ কল্যাণের আবেদন। পরে উপকর কমিশনারের সিদ্ধান্তের বিরুদ্ধে আয়কর আপিল ট্রাইব্যুনালে আপিল করে প্রতিষ্ঠানটি।

ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকা অবস্থায় আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১২০ ধারা অনুসারে গ্রামীণ কল্যাণের নথি পুর্নমূল্যায়ন চায় এনবিআর। শুনানির পর ট্রাইব্যুনাল এনবিআরকে সে অনুমতি দিলে গ্রামীণ কল্যাণের আয়কর নথি পর্যালোচনা-পুনর্মূল্যায়ন করে।

তখন এই সাড়ে ছয় বছর কর বর্ষে গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর ৫৫৫ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা আয়কর দাবি করে। আয়কর আপিল ট্রাইব্যুনালও এ দাবি বহাল রাখেন।

এরপর আয়কর আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে সাতটি রেফারেন্স মামলা করে গ্রামীণ কল্যাণ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত