Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

জিয়ার পরিবারকে ৫ লাখ টাকা দিলেন তামিম

zia tamim
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

মাস চারেক আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য পড়েছেন অথৈ সাগরে।

 ক্রীড়াঙ্গনের অনেকে আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি কিছুই। এমন সময়ই প্রয়াত জিয়ার পরিবারের পাশে দাঁড়িয়ে পাঁচ লাখ টাকা দিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুরে তাহসিনের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন তামিম।

এ নিয়ে মিরপুরে গণমাধ্যমে জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা বললেন, ‘‘উনি (তামিম) আমার সঙ্গে কথা বলেছেন। উনি তো আসলে বাংলাদেশে ক্রিকেট জগতের ভালো একজন খেলোয়াড়। আমার ছেলের ব্যাপারে কথা বলেছেন। জিয়াকে সম্মান করেছেন। আমার ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছেন। আপনাদের কাছে আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার। এটার জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সবকিছু ভালো হবে।’’

সাংবাদিকদের সঙ্গে মিরপুরে কথা বলছেন প্রয়াত জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা। ছবি : সংগৃহীত

জিয়ার পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। এ নিয়ে তাসমিন সুলতানা সকাল সন্ধ্যাকে বললেন, ‘‘বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বিসিবিতে সভাপতি বরাবর আবেদন করতে বলেছেন। সামনে তাহসিনের খেলা আছে, বিসিবি সেখানে সহায়তা করতে চায়।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত