শিল্পকলা একাডেমিতে সম্প্রতি কতিপয় ব্যক্তির বিক্ষোভের জেরে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকটি বন্ধের প্রতিবাদে সরব নাট্যাঙ্গন। তারই ধারাবাহিকতায় শুক্রবার গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়, যাতে হামলা করেছে দুস্কৃতিকারীরা।
শিল্পকলা একাডেমির মূল ফটকে আয়োজিত সমাবেশটির শেষের দিকে ওই হামলার ঘটনা ঘটে।
বিকেল ৫টার দিকে সমাবেশের শেষ পর্যায়ে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের সময় অতর্কিতে একদল ব্যক্তি ডিম ছুঁড়ে মারেন। শিল্পকলা একাডেমির বিপরীতে দুর্নীতি দমন কমিশন ভবনের দিক থেকে এ হামলা হয়। এ সময় নাট্যকর্মীরা প্রতিরোধে চেয়ার ছেড়ে ছুটে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
সমাবেশে ডিম ছুঁড়ে মারার পর বক্তব্যে মামুনুর রশীদ বলেন, “সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতিকারীদের দেখে ছাড়ব।”
সমাবেশে এমন হামলার প্রেক্ষিতে নতুন কর্মসূচী দিয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশন। এ ঘটনার প্রতিবাদে ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
সমাবেশে এমন হামলার প্রেক্ষিতে সকাল সন্ধ্যাকে নাট্যজন মামুনুর রশিদ বলেন, “আমরা নাটক বন্ধ করে দিব। এত নিরাপত্তাহীনতা নিয়ে কি শিল্প-সংস্কৃতি চর্চা করা যায়?”
কিছুটা থমকে তিনি আবার বলেন, “অনেক দুঃখ, বেদনা, ক্ষোভ থেকে এ কথা বলছি। এখন নাকি প্রতিবাদ উন্মুক্ত করে দিয়েছে। আমরা তো প্রতিবাদ করতে গিয়েছিলাম। এই কী তবে মুক্ত পরিবেশ?”
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।
হামলার পর ঘটনাস্থলে আসেন সেনাবাহিনীর সদস্যরা।
শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলায় কয়েকজন নাট্যকর্মী আহত হয়েছেন বলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার জানায়।
ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “হামলার পরবর্তীতে দুস্কৃতিকারীরা পুনরায় শিল্পকলা একাডেমির গেটে অবস্থানরত নাট্যকর্মীদের আক্রমণে উদ্যত হয়। এই মুহূর্তে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনচেষ্টা করছে শিল্পকলায় অবস্থানরত শিল্পীদের রক্ষা করতে। এহেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শনিবার বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে জরুরী সংবাদ সন্মেলন আহ্বান করা হলো।”