প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ ম্যাচে শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে টানা চতুর্থবার লিগ শিরোপা ঘরে তুলল সিটিজেনরা। অবিশ্বাস্য এই অর্জনে আবারও প্রিমিয়ার লিগের মৌসুমসেরা কোচের পুরস্কার জিতেছেন পেপ গার্দিওলা। ২০১৬ সালে ইংলিশ ফুটবলে যোগ দিয়ে আট বছরে পঞ্চমবার জিতলেন এই পুরস্কার।
ম্যান সিটিতে সাফল্যের জোয়ারে ভাসছেন গার্দিওলা। এবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতে অনন্য এক কীর্তি গড়েছেন তিনি। ইংল্যান্ডে শীর্ষ প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে টানা চারটি শিরোপা জিতেছে ম্যানচেস্টারের ক্লাবটি। এ নিয়ে প্রিমিয়ার লিগের ছয়টি ট্রফি জিতে সর্বোচ্চ শিরোপা জেতা কোচের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে বসেছেন তিনি।
সব মিলিয়ে ম্যান সিটিতে গার্দিওলার ট্রফি সংখ্যা এখন ১৭। সব মিলিয়ে ১৫ বছরের কোচিং ক্যারিয়ারে জিতেছেন ৩৮তম শিরোপা।
দুর্দান্ত এই পথচলায় প্রিমিয়ার লিগের মৌসুমসেরা কোচ হয়ে ব্যক্তিগত পুরস্কারের ট্রফিকেস ভারি করলেন তিনি। এর আগে ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০২০-২১ ও ২০২২-২৩ মৌসুমেও সেরা কোচ হয়েছিলেন গার্দিওলা।
রোমাঞ্চকর মৌসুমে আর্সেনালকে পেছনে ফেলে শিরোপা জিতেছে ম্যান সিটি। আর এখন ব্যক্তিগত জায়গায় গার্দিওলা জিতলেন মৌসুমসেরা কোচের পুরস্কার। স্বভাবতই খুশি কাতালান কোচ, “প্রিমিয়ার লিগের মৌসুমসেরা কোচ নির্বাচিত হওয়াটা সম্মানের। দারুণ একটি দলের কোচের দায়িত্ব পালন করাটা আমার জন্য গর্বের। টানা চারটি শিরোপা জয় আমার ক্যারিয়ারের গৌরবময় অর্জন।”
প্রিমিয়ার লিগের মৌসুমসেরা কোচের পুরস্কার সংখ্যায় গার্দিওলার ওপরে আছেন শুধু স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ পুরস্কার জিতেছেন রেকর্ড ১১বার।