Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ব্রাজিল ফুটবলের সভাপতি রোনালদো, কোচ গার্দিওলা?

ronaldo-guardiola
[publishpress_authors_box]

পেপ গার্দিওলাকে কোচ করতে চায় ব্রাজিল- খবরটা পুরনো। তবে নতুন করে আবার আলোচনায় আসে ব্রাজিলের ছন্নছাড়া ফুটবলে। যদিও দিনকয়েক আগে গুঞ্জনটা উড়িয়ে দিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রোদ্রিগেস জানিয়েছেন, গার্দিওলার সঙ্গে তাদের কোনও যোগাযোগ হয়নি। এই অবস্থার মধ্যেই আবারও গার্দিওলার ব্রাজিলের কোচ হওয়ার আলোচনা। সেটা রোনালদোর হাত ধরে!

রোনালদো বলতে ‘ফেনোমেনন’ রোনালদো। ২০২৬ সালে সিবিএফের সভাপতি নির্বাচন। নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এই কিংবদন্তি স্ট্রাইকার। তিনি যদি নির্বাচনে জিতেন, তাহলে কোচ করে আনবেন গার্দিওলাকে। এমনই খবরই ছেপেছে বেশ কয়েকটি সংবাদপত্র।

২০২৬ সালে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের নির্বাচন। এরপর গার্দিওলাকে দলের দায়িত্ব দিয়ে সোনালি দিন ফেরাতে চান রোনালদো। দ্য অ্যাথলেটিককে একটি সূত্র জানিয়েছে, রোনালদো সভাপতি হলে তার প্রথম কাজ  হবে গার্দিওলাকে কোচ করে আনা।

২০২৬ সালে ফাঁকা থাকবেন গার্দিওলা?

২০২৫ সাল পর্যন্ত ম্যান সিটির সঙ্গে চুক্তি গার্দিওলার। ব্রিটিশ মিডিয়ার খবর, চুক্তির এই মেয়াদ শেষেই ইতিহাদ স্টেডিয়াম ছাড়বেন কাতালান কোচ। তবে অন্য খবরও আছে। ম্যান সিটিতে হয়তো চুক্তি নবায়ন করবেন গার্দিওলা, তবে সেটা এক বছরের বেশি নয়। অর্থাৎ, ২০২৬ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটির সঙ্গে সর্বোচ্চ চুক্তি হতে পারে এই কোচের। রোনালদোর যে পরিকল্পনা, সেই অনুযায়ী ২০২৬ সালের বিশ্বকাপের পর ফাঁকা থাকার কথা গার্দিওলার।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতে শিরোপার বৃষ্টিতে ভিজেছেন গার্দিওলা। ক্লাব ফুটবলের সব শিরোপা তার জেতা। জাতীয় দলের দায়িত্ব নিয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা তাকেই তো মানায়। আর সেই স্বপ্ন তিনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে দেখতেই পারেন।

রোনালদোর অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষা

ফুটবল ম্যানেজমেন্টে মোটেও অপরিচিত কেউ নন রোনালদো। স্পেনের ক্লাব ভায়াদোলিদের মালিক ও সভাপতি তিনি। তার হাত ধরেই বেড়ে উঠছে স্প্যানিশ দলটি। ক্লাবের পর এখন জাতীয় দলের ম্যানেজমেন্ট ঘিরে রোনালদোর বড় স্বপ্ন। সবচেয়ে বড় কথা হলো ব্রাজিলে তার যে প্রভাব, সেটা সিবিএফের নেতৃত্ব দেওয়ার জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে তার জায়গা তৈরি করেছে।

বর্তমান প্রেক্ষাপট কী বলছে

২০২২ বিশ্বকাপের ভরাডুবির পর ব্রাজিল ফুটবল বড় সিদ্ধান্ত নেয়। নিজেদের ঐতিহ্য ভেঙে বিদেশি কোচে হাত বাড়ায় তারা। কার্লো আনচেলত্তির জন্য অনেক সময় অপেক্ষাও করে। তবে এই ইতালিয়ান রিয়াল মাদ্রিদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দোরিভাল জুনিয়রকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সিবিএফ। যদিও এই কোচকে নিয়ে অসন্তুষ্টি আছে বোর্ডে।

দোরিভাল দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের অবস্থার উন্নতি হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে একটা সময় নিচের দিকে নেমে গিয়েছিল সেলেসাওরা। দলের পারফরম্যান্সে ব্রাজিলিয়ান সমর্থকরা হতাশ ও ক্ষুব্ধ। নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই যেমন ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ১০ জনের দলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

এই অবস্থায় ব্রাজিল জাতীয় দলের সিস্টেমেই পরিবর্তন প্রয়োজন মনে করছেন অনেকে। আর এই পরিবর্তনটা যদি রোনালদো ও গার্দিওলার সমন্বয়নে হয়, নিঃসন্দেহে ব্রাজিল ফুটবলে আসবে নতুন বিপ্লব। যে বিপ্লবে হবে নতুন যুগের সূচনা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত