Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

অর্থহীন থেকে বিদায় নিলেন গিটারিস্ট ফাহিম

ছবি মহান ফাহিমের ফেইসবুক পেইজ থেকে নেওয়া।
ছবি মহান ফাহিমের ফেইসবুক পেইজ থেকে নেওয়া।
[publishpress_authors_box]

অর্থহীন-এর সঙ্গে আট বছরের যাত্রার ইতি টানলেন ব্যান্ডটির গিটারিস্ট মহান ফাহিম।

এক বছর পর, শনিবার বেজবাবা সুমন খ্যাত সাইদুস সালেহীন খালেদ সুমন তার ব্যান্ড নিয়ে কনসার্টে ফিরলেও সেদিন শেষবারের মত দলের সাথে পারফর্ম করলেন ফাহিম।

 ঢাকার যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট মাতিয়েছেন এই গিটারিস্ট। কনসার্ট শেষে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ‘অর্থহীন’ থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।

নিজের ফেইসবুক পেজে এই গিটারিস্ট জানান গত এপ্রিলে তার সার্ভিকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করেছে। যার কারণে বাম হাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়।

“ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছে। যে কারণে এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে,” তিনি বলেন।

তবে ব্যান্ড ছাড়লেও সংগীত ছাড়ছেন না ফাহিম। তার ভাষ্য, “আমি বসে গিটার বাজাতে পারব, তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইনস্ট্রুমেন্টাল রিলিজ করব; অতএব মিউজিক থেকে সরে যাবার কোনো কারণ নেই।“

এদিকে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার কনসার্টে অংশ নেন বেজবাবা সুমন।

মঞ্চে উঠেই শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, “গত ৭ মাসের বেশিরভাগ সময় আমি দেশে ছিলাম না। এ সময় অনেক কিছু ঘটে গেছে। বিপ্লব-গণঅভ্যুত্থান হয়েছে। নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি।

“এ সময়ে আমার হাসপাতালে শুয়ে কাটাতে হয়েছে। কারণ গত ৭ মাসে আমার শরীরে ১১টি অস্ত্রোপচার হয়েছে। এখন বলা যায়, আপাতত সুস্থ। তাই ফেরা।” শনিবারের শো শেষে অর্থহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সুমন এক ফেইসবুক পোস্টে লিখেছেন “বিদায় মহান, আজ স্টেজে চোখের পানি আটকে রাখতে পারলাম না তোমার জন্য। কাঁদিয়ে ছাড়লে আমাকে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।“

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত