ইতিহাসই গড়লেন ভারতের দাবায় ডি গুকেশ। সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়লেন দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। বৃহস্পতিবার ১৪তম গেমে চিনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫’ এ হারিয়ে প্রথম টিনএজার হিসেবে গড়লেন অবিস্মরণীয় কীর্তি।
১৯৮৫ সালে ২২ বছর বয়সে চ্যাম্পিয়ন হয়েছিলেন কিংবদন্তি গ্যারি কাসপারভ। দাবায় উল্কার গতিতে ছুটতে চলা গুকেশ সেই রেকর্ড ভাঙলেন ১৮ বছর বয়সে। ম্যাচ জেতার পর চোখের পানি ধরে রাখতে পারেননি এই তরুণ। সেই পানিতে মিশে ছিল গর্ব আর স্বপ্ন পূরণের উচ্ছ্বাসও।
১৩তম ম্যাচ শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ ও ডিং লিরেনের। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছতেন চ্যাম্পিয়ন হতেই তিনিই। আজ (বৃহস্পতিবার) গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান ৭.৫’এ। তাই আর টাইব্রেকার খেলার প্রয়োজন হয়নি।
চেন্নাইয়ে জন্ম নেওয়া গুকেশের বাবা চিকিৎসক। মা মাইক্রোবায়োলজিস্ট। সাত বছর বয়সে দাবা খেলা শুরু তার এক বছর পরেই অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি।
মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন গুকেশ। ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ড মাস্টার হওয়ার কীর্তিটা রাশিয়ার সের্গে কারজাকিনের।
বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ বাংলাদেশ প্রিমিয়ার বিভাগ দাবা খেলেছেন টানা দুই বছর। ২০২১ সালে বাংলাদেশ বিমান এবং ২০২২ সালে খেলেছেন বাংলাদেশ পুলিশের হয়ে।