সঙ্গীতভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল গান বাংলার এমডি এবং সুরকার ও গায়ক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে সকাল সন্ধ্যাকে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।
জানা গেছে, ঢাকার উত্তরা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার এডিসি ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে জানান, প্রগতি সরণিতে গান বাংলার অফিসের সামনে থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।