বিগত সরকারের আমলে ব্যাংক খাতের প্রধান নির্বাহীদের মধ্যে যারা মালিকপক্ষের চাপে পড়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাদের একজন মো. হাবিবুর রহমান। তিনি শরীয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চাকরি ফিরে পেয়েছেন।
ব্যাংকটিতে এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে হাবিবুর রহমান যোগ দেন ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি।
চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংকের এক সভায় মালিক পক্ষের একটি অংশের নির্দেশে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন হাবিবুর রহমান। তিন মাসের নোটিশ দিয়ে চাকরি ছাড়েন তিনি।
তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর স্ট্যান্ডার্ড ব্যাংকে ২৫ বছরের বেশি সময় ধরে চেয়ারম্যানের দায়িত্বে থাকা কাজী আকরাম উদ্দিন আহমদ পদত্যাগ করেন।
কাজী আকরাম গত ২১ আগস্ট ব্যাংকটির চেয়ারম্যান পদত্যাগ করায় নতুন করে চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ আবদুল আজিজ। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি লায়নস ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৯৭তম পর্ষদ সভায় এমডির পদত্যাগপত্র প্রত্যাহার করে তার পদে পুনঃবহাল করার সিদ্ধান্ত হয়।
বৃহস্পতবিার স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগ দিয়েছেন বলে সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেন হাবিবুর রহমান। তিনি বলেন, “আমি আজ থেকে কাজ শুরু করেছি। আশা করি, ব্যাংকের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা পাব।”