Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

দেশে প্রতিবছর বজ্রপাতে ২৬৫ জনের মৃত্যু হয়
[publishpress_authors_box]

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মঙ্গলবার দুপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন।

উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামের দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়।

নিহতরা হলেন- রূপাসপুর গ্রামের প্রসু দেবনাথ (৪০) ও ভুলারজুম গ্রামের আব্দুস সালাম (৪০)।

ওসি জানান, দুপুর ১টার দিকে সালাম ও প্রসু রূপসপুর গ্রামের দক্ষিণ হাওরে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে প্রসু ঘটনাস্থলে মারা যান। আহত সালামকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার সকাল সন্ধ্যাকে জানান, বজ্রপাতে নিহত দুই কৃষকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত