Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড নিয়ে সংঘর্ষে নিহত ৩

ss-baniachong clash-9-5-24
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, “বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বিকালে আরেকজন মৃত্যুবরণ করেন।”

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের শুকুর মিয়ার ছেলে অটোরিক্সা চালক কাদির মিয়া (৩৫) ও একই গ্রামের বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৩৬)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আগুয়া গ্রামের আলী রাজার ছেলে লিলু মিয়া (৩৭)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিলওয়ার হোসেন বলেন, “বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আগুয়া অটোরিকশা স্ট্যান্ডে গাড়ির সিরিয়াল নিয়ে ম্যানেজার বদির মিয়ার সঙ্গে কাদির মিয়ার কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়লে বদির ও কাদিরের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় দুই পক্ষই বেশকিছু দোকানপাট ও বাড়িঘর ভাংচুর করে।”

পলাশ রঞ্জন দে জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আবার সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনজনের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

হাঙ্গামা সৃষ্টিকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান বানিয়াচং থানার ওসি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত