সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার হজযাত্রীদের মিনা যাওয়ার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের এক বুলেটিনে বলা হয়েছে, সারা বিশ্ব থেকে আগত হজযাত্রীরা পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার বাদ আছর উচ্চস্বরে তালবিয়া (লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক) পাঠ করতে করতে মক্কা থেকে মিনার অভিমুখে যাত্রা শুরু করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ হজ অফিস ও হজ আইটি দল মিনাতে পৌঁছেছে জানিয়ে বুলেটিনে বলা হয়, বাংলাদেশ হজ অফিস ও হজ আইটি দল মিনাতে পৌঁছে তাবুতে অফিস স্থাপন করে নিজ নিজ কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার সারাদিন হজযাত্রীরা মিনায় অবস্থানের পর শনিবার যাবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। তাদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সেখানে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন তারা। হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা ও মক্কায় পাঁচদিন অবস্থান করবেন।
হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে এ বছর ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন।
মোট ২১৮টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব গেছেন জানিয়ে বুলেটিনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৬টি, সৌদি এয়ারলাইন্স ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৭টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন।
হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে এবার প্রথম হজ ফ্লাইটটি গত ৯ মে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর শেষ ফ্লাইটি যায় গত ১২ জুন।
পবিত্র হজ পালনের পর হাজিদের দেশে ফিরিয়ে আনতে আগামী ২০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে আগামী ২২ জুলাই।
বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত দুই নারীসহ ১৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে মক্কায় ১৩ জন ও মদিনায় ৪ জনের মৃত্যু হয়।