সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিদের নিয়ে দেশে ফিরতে শুরু করেছে ফিরতি ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ফ্লাইটটি সৌদির কিং আবদুল আজিজ বিমানবন্দর ছেড়েছিল।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সকাল সন্ধ্যাকে জানান, প্রথম বিজি ৩৩২ হজ ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফিরেছেন। এসময় তাদের সবাইকে বিমানের জমজমের পানি বিতরণ বুথ থেকে জমজমের পানি বিতরণ করা হয়।
সেখানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভূঞা, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের পরিচালক (গ্রাহক সেবা) হায়াত-উদ-দৌলা খাঁন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়েছে, চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ২১৮টি হজ ফ্লাইটে করে ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছিল ১০৬টি। হজকে কেন্দ্র করে সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সও ৩৭টি বিশেষ হজ ফ্লাইট পরিচালনা করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের আগে পরিচালিত ফ্লাইটগুলোতে ৪০ হাজার ৯৬৭ জন হজ যাত্রী পরিবহন করে। ১২৫টি ফিরতি হজ ফ্লাইটে তারা দেশে ফিরে আসবেন। মদিনা থেকে ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে মদিনা-চট্টগ্রামে ৯টি, মদিনা-সিলেটে ৫টি ফ্লাইট পরিচালিত হবে।
জেদ্দা থেকে বিমান বাংলাদেশের মোট ৯১টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা ১২টি, জেদ্দা-সিলেট-ঢাকা রুটে ৫টি ফ্লাইট রয়েছে। একই সময়ে ফিরতি ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
চলতি বছর সৌদিতে হজ পালিত হয়েছে গত ১৫ জুন। হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ৯ মে। আর শেষ ফ্লাইটটি যায় গত ১২ জুন। আগামী ২২ জুলাই ফিরতি হজ ফ্লাইটের কার্যক্রম শেষ হবে।