Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

‘প্রতিবাদের মঞ্চে’ হলান্ডের হ্যাটট্রিকে বিধ্বস্ত ইসরায়েল

h9
[publishpress_authors_box]

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি একটা সময় বয়কট করতে চেয়েছিল নরওয়ে। শেষ পর্যন্ত ম্যাচটা খেললেও মাঠকে তারা বেছে নেয় প্রতিবাদের মঞ্চ হিসেবে।

‘শিশুদের বাঁচতে দাও’ স্লোগান সম্বলিত ব্যানার ও ‘ফ্রি গাজা’ লেখা টি-শার্ট পরে দর্শকরা উপস্থিত হন গ্যালারিতে। এই ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত আয় তারা ফিলিস্তিনের মানবিক খাতে অনুদানও দিয়েছে।

সেই ম্যাচে হ্যাটট্রিক করেছেন নরওয়ের কিংবদন্তি আর্লিং হলান্ড। তাতে ইসরায়েল বিধ্বস্ত হয়েছে ৫-০ গোলে। ম্যাচের অন্য দুটি গোল আত্মঘাতি।

এই জয়ে ১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপে খেলার সম্ভাবনাও আরও জোরাল হলো নরওয়ের। বাছাইয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে তারা।

নিজের দ্বিতীয় গোলের পরই নরওয়ের হয়ে ৫০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন হলান্ড। বিশ্বকাপ বাছাইয়ের ৬ ম্যাচে ১২ গোল করেছেন হালান্ড। জাতীয় দলের হয়ে সবমিলিয়ে ৪৬ ম্যাচে তার গোল ৫১।

এতদিন আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি ছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের (৭১)। তারচেয়ে ২৫ ম্যাচ কম খেলে অনন্য রেকর্ড গড়লেন হলান্ড। এ ছাড় ৭৪ ম্যাচে ৫০ গোল করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

সমান ৯০ ম্যাচে গোলের ফিফটি করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানদস্কি। আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসি ১০৭ এবং ক্রিস্তিয়ানো রোনালদোর ৫০ গোল পেতে লেগেছে ১০৯ ম্যাচ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত