আর্লিং হলান্ডকে বলা হচ্ছে গোলমেশিন। গত মৌসুমে ৫২ গোল করে ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন ট্রেবল। এই মৌসুমেও ধরে রেখেছেন ছন্দটা। ২৭ ম্যাচে করেছেন ২১ গোল।
সেই হলান্ড ইতিহাদে কাল (শনিবার) চেলসির বিপক্ষে পোস্টে শট নিয়েছিলেন ৯টা। তবু পাননি গোলের দেখা। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়া ম্যানসিটি শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ১-১ গোলের ড্রতে।
হলান্ড সুযোগগুলো কাজে লাগালে বড় ব্যবধানেও জিততে পারত ম্যানসিটি। তাই ক্ষুব্ধ হওয়ার কথা পেপ গার্দিওলার। তবে ম্যাচ শেষে তিনি স্মরণ করিয়ে দিলেন বাস্তবতাটা, ‘‘আমি ১১ মৌসুম খেলে মাত্র ১১ গোল করেছি। মানে প্রতি মৌসুমে কেবল ১টা করে গোল। স্ট্রাইকারদের পরামর্শ দেওয়ার মত আদর্শ মানুষ আমি নই। হলান্ড এই ম্যাচে ৯টা শট নিয়েছে, আশা করছি পরের ম্যাচে গোলও পাবে। আমরা একটা অর্ধে খুব খারাপ খেলেছি, আরেক অর্ধে ভালো খেলেছি। এ ধরনের ম্যাচ জিততে হলে পুরো ৯০ মিনিট ভালো খেলতে হবে।’’
গত বছর নভেম্বরে ম্যানসিটি-চেলসির ম্যাচ শেষ হয়েছিল ৪-৪ সমতায়। এবারও দুই দল ড্র করল ১-১’এ। সব প্রতিযোগিতায় টানা ১১ জয় নিয়ে খেলতে নামা ম্যানসিটি অবশেষে থামল নিজেদেরই মাঠে।
৪২ মিনিটে চেলসিকে এগিয়ে দেন ম্যানসিটি থেকে আসা রাহিম স্টার্লিং। ৮৩ মিনিটে রদ্রির গোলে ১-১ সমতায় মাঠ ছাড়ে গার্দিওলার দল। সবমিলিয়ে পোস্টে ৩১টা শট নিয়ে কেবল ১টিই গোল পেয়েছে ম্যানসিটি।
চেলসির অ্যাক্সেল দিসাসি বল বিপদমুক্ত করেছেন ১৬টি! গত আট বছরে চেলসির আর কোনও খেলোয়াড় পারেননি ম্যানসিটির বিপক্ষে লিগে এত বেশি বল বিপদমুক্ত করতে।
ম্যানসিটির এই ড্রতে লাভ হলো লিভারপুল আর আর্সেনালের। লিভারপুল ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রেন্টফোর্ডকে। চোট কাটিয়ে ফেরা মো সালাহ লক্ষ্যভেদ করেছেন একবার। আর আর্সেনাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্নলিকে।
২৫ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ম্যানসিটি এখন তিন নম্বরে।