Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

হামাসের সামরিক প্রধান দেইফকে হত্যার দাবি ইসরায়েলের

হামাসের সামরিকপ্রধান মোহাম্মদ দেইফ।
হামাসের সামরিকপ্রধান মোহাম্মদ দেইফ।
[publishpress_authors_box]

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ গাজায় বিমান হামলায় নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পরদিনই ইরায়েলের পক্ষ থেকে এমন দাবি করা হলো বলে জানিয়েছে বিবিসি।

তেহরানে হামলায় ইসমাইল হানিয়া নিহত হওয়ার দিনে বুধবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা ফুয়াদ শুকুর।

বৃহস্পতিবার ইসরায়েল জানিয়েছে, গত ১৩ জুলাই গাজায় মোহাম্মদ দেইফের অবস্থান নিশ্চিত হওয়ার পর একটি ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। সেই হামলায় দেইফ নিহত হয়েছেন বলে তাদের সামরিক বাহিনী নিশ্চিত হয়েছে।

তবে হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ দেইফের নিহত হওয়ার তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।

গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন যে হামলা চালিয়েছিল, সেই হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে মোহাম্মদ দেইফকে দায়ী করে আসছে ইসরায়েল।

ওই হামলার পর থেকে গত প্রায় ১০ মাস ধরে গাজায় হামাসকে নির্মূলের লক্ষ্যে যুদ্ধ চালিয়ে আসছে ইসরায়েল। এই যুদ্ধে এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত