Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নভেম্বরে হামজাকে পাওয়া নিয়ে শঙ্কা বাংলাদেশের

B0n০সন
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

সব ঠিক থাকলে আগামী নভেম্বরে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় ছিলেন হামজা চৌধুরী। কিন্তু তাকে নিয়ে দুঃসংবাদ দিলেন তার ক্লাব লেস্টার সিটি কোচ। অনুশীলনের সময় হামজার কাঁধ সরে গেছে, যে চোট তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে দিতে যাচ্ছে।

২৭ বছর বয়সী মিডফিল্ডার অনুশীলনের সময় চোটে পড়েছেন। তার ক্লাব কোচ স্টিভ কুপার নিশ্চিত নয়, কতদিনের জন্য তিনি সাইডলাইনে যাচ্ছেন। বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে লেস্টার কোচ বলেছেন, “এটা অবশ্যই বড় চোট, কাঁধ সরে গেছে ওর। আশা করি, যতটা গুরুতর হওয়ার কথা, ততটা নয়। কোনও ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি ছিল না। সে কতদিনের জন্য বাইরে থাকতে যাচ্ছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। সপ্তাহ নাকি মাস, আমি এখনও কিছু বলতে পারছি না।’

মাসখানেক আগে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পান। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। তাদের অনুমতি পেলেই হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত