Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

এক হামজার কারণে বাজারমূল্যে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

h9
[publishpress_authors_box]

হামজা চৌধুরী নতুন প্রাণই যোগ করেছেন বাংলাদেশ ফুটবলে। তাকে ঘিরে আবারও জেগে ওঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল। প্রিমিয়ার লিগে ভারতের কেউ খেলার সুযোগ পাননি এখনও। সেখানে সেই অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করতে চান হামজা নিজেও।

শুধু কঠিন লিগে খেলার অভিজ্ঞতাই নয়, হামজার কারণে বাজারমূল্যও বেড়েছে বাংলাদেশ ফুটবল দলের। দুই দলের র‍্যাঙ্কিংয়ে ভারত ৫৯ ধাপ এগিয়ে থাকলেও (ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫) বাজারমূল্যে এখন এগিয়ে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে ভারতীয় কোচ মানোলো মার্কেস ঘোষণা করেছেন ২৫ সদস্যের দল। আর বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ঘোষণা করেছেন ২৪ জনের দল। যদিও ফুটবল দল হয় ২৩ জনের।  ট্রান্সফার মার্কেটে ভারতের ২৫ জনের অঙ্ক কয়েসই দেখিয়েছে তাদের খেলোয়াড়দের বাজারমূল্য ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

হামজার একারই দাম ৪৯ লাখ ডলার।

 সেখানে বাংলাদেশের ২৪ জনের বাজারমূল্য ৮৬ লাখ ২৫ হাজার মার্কিন ডলার। শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজার একারই দাম ৪৯ লাখ ডলার। হামজাই তাই গড়ে দিয়েছেন দুই দলের ব্যবধান। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৩ লাখ ৮০ হাজার ডলার দাম মোহনবাগানের সেন্ট্রাল মিডফিল্ডার অপুইয়ার।

ভারতীয়দের মধ্যে সুনীল ছেত্রী খেলেছেন সর্বোচ্চ ১৫২ ম্যাচ। তার গোল ৯৫টি, যা ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলী দাইয়ির পর আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৮৭ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত