হামজা চৌধুরীর বাংলাদেশে খেলার ব্যাপারে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের (এফএ) কাছে হামজার জন্য অনাপত্তিপত্র চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সপ্তাহ তিনেক অপেক্ষার পর বাফুফেকে সেই অনাপত্তিপত্র দিয়েছে এফএ।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, “হামজার জন্য যে অনাপত্তিপত্র চাওয়া হয়েছিল সেটা দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। হামজাকে নিয়ে এরই মধ্যে আমরা কাজ করছি। হামজা চৌধুরী ইংল্যান্ডের হয়ে খেলেছে। সে জন্য তার প্রক্রিয়াটা আলাদা। সে খেলতে আগ্রহী, এটা জানিয়ে আমরা এফএর কাছে চিঠি দিয়েছিলাম। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন সেই অনাপত্তিপত্র দিয়েছে। সেটা দিয়ে ফিফার কাছে আবেদন করেছি আমরা। ফিফার অনুমোদন পেলেই সে খেলতে পারবে বাংলাদেশের হয়ে।”
বাফুফে এখন হামজাকে বাংলাদেশে খেলানোর জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করেছে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের অনাপত্তিপত্র চিঠিসহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করা হয়েছে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।
হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলেন। তার পরিবার বাংলাদেশি। পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে প্রথমে প্রয়োজন পাসপোর্ট। বাফুফে তার পাসপোর্টও করেছে।
এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। কোনও দেশের যুব দলের হয়ে খেলার কারণে তাদের ফেডারেশনের অনুমতি প্রয়োজন হয় অন্য দেশের জার্সি গায়ে তোলার ক্ষেত্রে।