ফুটবলে নতুন প্রাণই এনেছেন হামজা চৌধুরী। নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে মাঠের সেরা খেলোয়াড়ই ছিলেন তিনি। শিলং থেকে ঢাকা ফিরে হামজা এখন অপেক্ষায় তার ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়ার।
এরই ফাঁকে বাংলাদেশি ক্রিকেট তারকা লিটন দাস দেখা করলেন হামজার সঙ্গে। হামজার সঙ্গে ছবি তুলে ফেইসবুকে পোস্ট করে লিটন লিখেছেন, ‘‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’’ ক্যাপশনেই লিটন লিখেছেন ছবিটি তুলেছেন তার স্ত্রী।
ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে হামজাকে প্রশ্ন করা হয়েছিল সাকিব আল হাসানের সঙ্গে তুলনা নিয়ে। বিনয়ের সঙ্গে সাকিবকে এগিয়ে রেখে হামজা বলেছিলেন, ‘‘ও মেগাস্টার। আমি সেই পর্যায়ে যাইনি।’’ ভারতের বিপক্ষে নিজেকে যেভাবে হামজা নিংড়ে দিয়েছিলেন, তাতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মেগাস্টার হয়ে ওঠার ইঙ্গিতই দিয়ে রেখেছেন তিনি।
আজ সকালেই ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন হামজা। দেশ ছাড়ার আগে এক সংক্ষিপ্ত বার্তায় সবাইকে ধন্যবাদ জানান হামজা।
বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তিনি বললেন, ‘‘ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ, জুনে আবারও আসব। আমার জন্য দোয়া করবেন। পরবর্তী দুটি বড় ম্যাচে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে।’’