Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

দেশে পৌঁছে হামজা বললেন ‘উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু’

hamza
[publishpress_authors_box]

তিনি খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। তবে শিঁকড়টা বাংলাদেশের সিলেটে। এর আগেও সিলেট এসেছেন হামজা চৌধুরী। তখন মাতামাতি হয়নি তেমন। তবে আজ (সোমবার) হামজার দেশে আসা নিয়ে শুরু হয়েছে উন্মাদনা।

 কারণ এখন তিনি বাংলাদেশের ফুটবলার। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে অপেক্ষায় আছেন অভিষেকের। এজন্যই রবিবার রাতে শেফিল্ডের হয়ে ম্যাচ খেলেই উড়ে এসেছেন সিলেটে।

বেলা পৌনে ১২টায় বিমানবন্দরে অবতরণ করে হামজা চৌধুরীকে বহনকারী বিমান। বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার পর হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী, গণমাধ্যমকর্মী ও ইউটিউবার। তাকে দেখে স্লোগানে স্লোগানে মাতিয়ে তোলেন ভক্তরা। হামজার সঙ্গে এসেছেন স্ত্রী, সন্তান ও মা।

বিমান থেকে নামার প্রায় ১ঘন্টা পর গণমাধ্যমের সামনে আসেন হামজা। প্রচণ্ড ভিড়ে সাংবাদিকদের প্রশ্নই সেভাবে বুঝছিলেন না তিনি। তবে হামজা যে সিলেটি ভাষা জানেন সেটা বোঝাতে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বললেন, ‘‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু। বড় স্বপ্ন আছে, কাজ করব কোচ হাভিয়েরের সঙ্গে। ইনশা আল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।’’

দেশে ফেরা আর মানুষের ভিড় নিয়ে বললেন, ‘‘অনেক দিন পর ফিরলাম। আমি রোমাঞ্চিত। আমার হৃদয় পরিপূর্ণ।’’

সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে গেছেন হামজা। তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী জানিয়েছেন, স্থানীয় লোকজনের সঙ্গে আজ সময় কাটাবেন হামজা। ইফতার বিতরণ করবেন গরিবদের মধ্যে। হামজা নিজে একটি এতিমখানা চালান। সেই এতিমখানায় ইফতারি বিতরণ করে ফিরবেন বাড়িতে।

হামজার আগমন ঘিরে হবিগঞ্জে তৈরি হয়েছে উৎসবের আমেজ। আগামীকাল রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকায় যাবেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে অভিষেক হবে তার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত