Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ, আহত ৩

নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে চারটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : সকাল সন্ধ্যা
নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে চারটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন পথচারী আহত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা এ বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।

তিনি বলেন, “কয়েকটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে অফিসের অপরপাশের সড়ক থেকে কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি হাতবোমা ছুড়ে মারে। হাতবোমাগুলো কার্যালয়ের লাইব্রেরির সামনে বিস্ফোরিত হয়। এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।”

এ ঘটনার পর বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “কে বা কারা তিনটি হাতবোমা বিস্ফোরণ করেছে আমরা নিশ্চিত হতে পারিনি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি তবে কোনও আলামত পাইনি। বিষয়টি তদন্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনা পর্যালোচনা করা হচ্ছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত