Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নাফ নদী থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার

SS-Cox-granade-080924
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের নাফ নদী থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে।

রবিবার সকালে টেকনাফ উপজেলার নাফ নদীর সাবরাং পয়েন্ট থেকে জেলেরা একটি ব্যাগে গ্রেনেডটি পায় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তবে গ্রেনেডটি কোন দেশের তৈরি, কোথা থেকে ব্যাগটি ভেসে এসেছে—এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে বিজিবি কর্মকর্তা মহিউদ্দীন আহমেদ বলেন, রবিবার সকালে টেকনাফ উপজেলার নাফ নদীর সাবরাং পয়েন্টে একটি ব্যাগ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে তারা ব্যাগটি উদ্ধারের পর খুলে একটি হ্যান্ড গ্রেনেড পান। খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি হেফাজতে নিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত