Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বার্সেলোনার নতুন কোচ ফ্লিক

বার্সেলোনার কোচের দায়িত্ব পেয়েছেন হান্সি ফ্লিক। ছবি: বার্সেলোনা ওয়েবসাইট
বার্সেলোনার কোচের দায়িত্ব পেয়েছেন হান্সি ফ্লিক। ছবি: বার্সেলোনা ওয়েবসাইট
[publishpress_authors_box]

গুঞ্জনটাই সত্যি হলো। বার্সেলোনার প্রধান কোচের দায়িত্ব পেলেন হান্সি ফ্লিক। বুধবার (২৯ মে) এক বিজ্ঞপ্তিতে জার্মান কোচের দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কাতালান ক্লাবটি।

দুই বছরের জন্য বার্সেলোনার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্লিক। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তিনি ন্যু ক্যাম্পের দায়িত্বে থাকবেন।

এর আগে জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে সর্বশেষ কাজ করেছেন ৫৯ বছর বয়সী কোচ। শেষটা হয়েছে তিক্ততায়। জার্মানি জাতীয় দলের প্রথম কোচ হিসেবে বরখাস্ত হতে হয়েছিল তাকে। সেই কোচকে এবার ঘর গোছানোর দায়িত্ব দিল বার্সেলোনা। জাভিকে বরখাস্ত করে জার্মান কোচে আস্থা রাখল কাতালান ক্লাবটি।

দিনকয়েক ধরেই শোনা যাচ্ছিল, বার্সেলোনায় কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ফ্লিক। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে তার ডিনারের ছবি ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। শেষ পর্যন্ত তার হাতেই বার্সেলোনাকে পথে ফেরানোর দায়িত্ব তুলে দেওয়া হলো।

ক্লাব ফুটবলে তিনি দারুণ সফল কোচ। বায়ার্ন মিউনিখে কাটানো দুই বছরে ফ্লিক জিতেছেন ৬টি শিরোপা। যার মধ্যে আছে ২০২০ সালে জেতা চ্যাম্পিয়নস লিগের শিরোপারও। এছাড়া দুইবার বুন্দেসলিগা এবং একবার করে জিতেছেন জার্মান কাপ, জার্মান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের ট্রফি।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে নতুন কোচ হান্সি ফ্লিক। ছবি: বার্সেলোনা ওয়েবসাইট

১৯৬৫ সালে জার্মানির হাইডেলবার্গে জন্ম নেওয়া ফ্লিক কোচিং ক্যারিয়ারে পা রাখেন ১৯৯৬ সালে। এফসি ভিক্টোরিয়া বামেন্টালে খেলোয়াড় কাম কোচ হিসেবে যাত্রা শুরু। এরপর ২০০০ সাল থেকে পাঁচ বছর হোফেনহেইমে দায়িত্ব পালন শেষে নাম লেখান আরবি সলসবার্গের কোচিং স্টাফে। সেখানে কাজ করেন জিওভান্নি ত্রাপাতোনি ও লোথার ম্যাথিউসের অধীনে।

পরের সময়টা জার্মানি জাতীয় দলের সঙ্গে। ২০০৬ সালে ইয়ুর্গেন ক্লিন্সমান জার্মানির দায়িত্ব ছাড়লে কোচের পদে বসেন ইওয়াখিম ল্যোভ। এই কোচের সহকারী হিসেবে কাটিয়ে দেন ৮ বছর। এই সময়ে জার্মানির সঙ্গে জেতেন ২০১৪ বিশ্বকাপের শিরোপা। ব্রাজিলের টুর্নামেন্ট জেতার পর ২০১৭ সাল পর্যন্ত কাজ করেন দলটির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে। পরে একই পদে যোগ দেন হোফেনহেইমে।

২০১৯ সালের গ্রীষ্মে আবার সহকারী কোচের পদে ফেরেন ফ্লিক। এবার বায়ার্ন মিউনিখে নিকো কোভাচের সহকারী তিনি। যদিও দায়িত্ব পাওয়ার মাত্র এক মাসের মাসে চাকরি হারান কোভাচ। অন্তর্বর্তী কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় ফ্লিকের হাতে। বায়ার্নের এই সিদ্ধান্তই পাল্টে দেয় ইতিহাস। অবিশ্বাস্য পারফরম্যান্সে তার অধীনে ট্রেবল জেতে বাভারিয়ানরা। ডাগ আউটে দাঁড়ানো তার ৮৬ ম্যাচে বায়ার্ন জিতেছে ৭০টি। জয়ের হার ৮১.৪০ শতাংশ।

দারুণ সফল এই কোচ ২০২১ সালে জার্মানি জাতীয় দলের দায়িত্ব নিয়ে চরম হতাশ করেন। তিন বছরের চুক্তি থাকলেও দ্বিতীয় বছরেই বরখাস্ত হতে হয় তাকে। সেই কোচকেই আবার ডাগ আউটে ফেরাল বার্সেলোনা। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত