আন্তর্জাতিক সুখ দিবস ২০ মার্চ। এই দিবসকে সামনে রেখে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪’।
এবারের প্রতিবেদনে জরিপের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে ১৪৩টি দেশকে। সুখের বিচারে তালিকার শীর্ষে ফিনল্যান্ড ও শেষে আফগানিস্তান।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ বলছে, বাংলাদেশে সুখ কমেছে। ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯।
প্রতি বছরই জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের (এসডিএসএন) পৃষ্ঠপোষকতায় এই রিপোর্ট প্রকাশিত হয়।
গত বছর ১৩৭টি সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১১৮। অর্থাৎ ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২২ সালের রিপোর্টে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪।
এবার প্রতিবেশী দেশগুলোর মাঝে তালিকায় স্থান পেয়েছে নেপাল (৯৩), পাকিস্তান (১০৮), ভারত (১২৬), মিয়ানমার (১১৮) ও শ্রীলঙ্কা (১২৮)। তালিকায় সবচেয়ে নিচে আছে আফগানিস্তান (১৪৩)। এর এক ধাপ ওপরে লেবানন (১৪২)।
রিপোর্টে সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়। এগুলো হলো — মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা ও দুর্নীতি নিয়ে মনোভাব।
বাংলাদেশের মতো সুখ কমেছে যুক্তরাষ্ট্র ও জার্মানিরও। দেশ দুইটি প্রথম বিশ সুখী দেশ থেকে ছিটকে পড়েছে। এখন তাদের অবস্থান যথাক্রমে ২৩ ও ২৪।
রিপোর্টে বলা হয়, “সামগ্রিকভাবে বিশ্বব্যাপী, ১৫-২৪ বছর বয়সী তরুণরা ২০০৬ থেকে ২০১৯ সালের মধ্যে জীবন সন্তুষ্টিতে উন্নতি অনুভব করেছে। কিন্তু অঞ্চলভেদে পরিস্থিতি ভিন্ন। উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় তরুণদের ভালো থাকা হ্রাস পেয়েছে। বিশ্বের বাকি অংশে এটি বেড়েছে।”
তথ্যসূত্র : ডব্লিউএইচআর।