Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নেতৃত্ব পাচ্ছেন না পান্ডিয়া, ভাঙছে সংসারও

11
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার অবসরের পর তারই অধিনায়ক হওয়ার কথা । তবে ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে হার্দিককে নেতৃত্ব দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সূর্যকুমার যাদবের নাম ঘোষণা হতে পারে দুই একদিনের মধ্যে।

কোচ গৌতম গম্ভীরেরও মত রয়েছে এই সিদ্ধান্তে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকেই দায়িত্ব নেবেন টি-টোয়েন্টির অন্যতম সেরা এই ব্যাটার। দলে থাকবেন হার্দিকও, সেটা খেলোয়াড় হিসেবে।

ওয়ানডে বিশ্বকাপের পর দুটি টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত ম্যাচে তার নেতৃত্বে পাঁচটিতে জিতেছিল ভারত। দুই ফিফটি এক সেঞ্চুরিসহ সূর্যকুমারের ব্যাট থেকে এসেছিল ৩০০ রান।

এদিকে আইপিএলে সময় থেকেই স্ত্রী নাতাশার সঙ্গে সম্পর্কের অবনতি চলছিল হার্দিক পান্ডিয়ার। ভারত বিশ্বকাপ জিতলেও স্ত্রীর সঙ্গে দেখা যায়নি তাকে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও হার্দিককে একাই দেখা গেছে।

তাহলে কি অবশেষে হার্দিককে ছেড়েই দিচ্ছেন নাতাশা? এমন প্রশ্নের মাঝেই ব্যাগপত্তর গুছিয়ে নাতাশা চলে গেছেন ভারত ছেড়ে, আর সেটা সন্তানকে ছাড়াই। এ নিয়ে নাতাশা পোস্টও করেছেন ইনস্টাগ্রামে। এনডিটিভি জানিয়েছে নিজের দেশ সার্বিয়াতে গেছেন নাতাশা। তবে ফিরবেন কিনা নিশ্চিত করেনি তারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত