২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ-ভারত লড়াই। ওটাই ছিল হার্দিক পান্ডিয়ার সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। অ্যাঙ্কেল ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ছিলেন সেরে ওঠার প্রক্রিয়ায়। ৪ মাস পর অবশেষে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন ভারতীয় অলরাউন্ডার। ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি কাপে নেমেই আলো ছড়িয়েছেন তিনি। ভারতীয় এই লিগে খেলবেন ইশান কিশান ও শ্রেয়াস আইয়ার।
টি-টোয়েন্টি কাপে হার্দিক খেলছেন রিলায়েন্স ওয়ান দলের হয়ে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের বিপক্ষে বোলিংয়ের শুরুটা করেছিলেন তিনি। চমৎকার বোলিংয়ে মাত্র ২২ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। পরে ব্যাটিংয়ে তার ৪ বলে অপরাজিত ৩ রানে প্রতিপক্ষকে ২ উইকেটে হারিযেছে রিলায়েন্স ওয়ান।
পুরোপুরি ফিটনেস ফিরে পেতে গত দুই মাস ঘাম ঝরিয়েছেন হার্দিক। পুনর্বাসনের প্রক্রিয়া হিসেবে তিন সপ্তাহ আগে বরোদায় অনুশীলন শুরু করেন তিনি। সেখানে ঋষভ পান্তের সঙ্গে মিলে জাতীয় ক্রিকেট একাডেমি আয়োজিত টি-টোয়েন্টি ফরম্যাটের তিনটি ম্যাচে মাঠে নামেন। ম্যাচগুলোতে ব্যাট-বলে পারফরম্যান্স দেখালে ডিওয়াই পাতিল টুর্নামেন্টে খেলার ছাড়পত্র মেলে পান্ডিয়ার।
এই অলরাউন্ডারের মাঠে ফেরাটা নিশ্চিতভাবেই মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য স্বস্তির। কারণ আগামী মাসে শুরু হতে যাচ্ছে আইপিএল। ডিওয়াই পাতিল টুর্নামেন্ট দিয়ে ফিরছেন মুম্বাইয়ের আরেক খেলোয়াড় সূর্যকুমার যাদব। অ্যাঙ্কেলের চোটে তাকে যেতে হয়েছিল ছুরিকাচির নিচে।
হার্দিক ও সূর্যকুমারের চোট কাটিয়ে মাঠের লড়াইয়ে। তবে ইশান ও শ্রেয়াসের ক্ষেত্রে এমন কোনও ব্যাপার নেই। তারপরও ঘরোয়া ক্রিকেটের এই প্রতিযোগিতায় তাদের খেলাটা ভারতীয় ক্রিকেটে বেশ গুরুত্বপূর্ণ। কারণ বিসিসিআইয়ের নির্দেশ অমান্য করে নিজেদের ইচ্ছানুযায়ী কার্যকলাপ করে যাচ্ছিলেন তারা।
জাতীয় দলের বাইরে থাকায় ইশানকে রঞ্জি ট্রফি খেলতে বসেছিল বিসিসিআই। যদিও বাঁহাতি ব্যাটার সেটি কানে তোলেননি। সংস্থাটির সচিব জয় শাহ কড়া হুঁশিয়ারি দেওয়ার পরও কাজ হয়নি। ইশানের মতো শ্রেয়াসও রঞ্জি খেলেননি। পিঠের চোটের কথা তার রঞ্জি দল মুম্বাইকে জানালেও জাতীয় ক্রিকেট একাডেমির চিকিৎসক জানান, তার চোটজাতীয় কোনও সমস্যা নেই।
বোর্ডের নির্দেশনা অমান্য করে রঞ্জি না খেলায় ইশান ও শ্রেয়াস নিষিদ্ধ হতে পারে, এমন খবর দিয়েছিল ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। যদিও ঘরোয়া লাল বলের ক্রিকেটে তারা না খেললেও টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নামতে যাচ্ছেন।