Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

জার্মানিতে গাড়ি দুর্ঘটনার শিকার কেইনের পরিবার

কেইন-০২
[publishpress_authors_box]

টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন হ্যারি কেইন। এই ফরোয়ার্ডের সঙ্গে তার পরিবারও পাড়ি দিয়েছে জার্মানিতে। সেখানেই গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে কেইনের পরিবার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিসিবি জানিয়েছে, দুর্ঘটনার শিকার হয়েছে কেইনের তিন সন্তান। গুরুতর কিছু হয়নি, তবে সতর্কতার অংশ হিসেবে তাদের নেওয়া হয়েছে হাসপাতালে।

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল আর্সেনাল-বায়ার্ন। এই ম্যাচ খেলতে নিজের শহর উত্তর লন্ডনে গিয়েছিলেন কেইন। তবে তার পরিবার ছিল মিউনিখে। সেখানেই দুর্ঘটনা শিকার হয়েছে তার তিন সন্তান।

জার্মান পুলিশ জানিয়েছে, চার ব্যক্তিকে বহন করা রেনাল্ট গাড়ি মোড় ঘোরার সময় একটি মার্সিডিজের সঙ্গে সংঘর্ষ হয়। ওই মার্সিডিজে ছিল কেইনের তিন সন্তান। পরে রেনাল্ট গাড়ি আরেকটি ল্যান্ড রোভারকেও ধাক্কা দেয়। তিন গাড়িতে থাকা নয়জনের সবাই ছোটখাটো আহত হয়েছেন। এর মধ্যে এক নারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।

বিসিবির খবর, মিউনিখের কাছাকাছি কেইনের সন্তানদের বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়ে। যেভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তাতে আরও মারাত্মক কিছু হতে পারতো। অন্তত ফায়ার চিফের একজনের কথাতে সেটাই বোঝা যায়। তিনি গাড়িতে থাকা ব্যক্তিদের ‘খুবই সৌভাগ্যবান’ উল্লেখ করে জানিয়েছেন, কেউ গুরুতর আহত হয়নি। অন্যদিকে কেইনের মুখপাত্র বলেছেন, ‘কেইনের তিন সন্তান ভালো আছে। রুটিন চেকআপের জন্য তারা হাসপাতালে গিয়েছে।’

এদিকে জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর খবর, গাড়ি দুর্ঘটনার সময় আর্সেনালের বিপক্ষে খেলার জন্য লন্ডনে পা রেখেছিলেন কেইন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত