Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

আবার হ্যাটট্রিক কেইনের

বুন্দেসলিগায় দুই মৌসেুমে ষষ্ঠ হ্যাটট্রিক করলেন কেইন। ছবি : এক্স
বুন্দেসলিগায় দুই মৌসেুমে ষষ্ঠ হ্যাটট্রিক করলেন কেইন। ছবি : এক্স
[publishpress_authors_box]

পুরো প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে ১৪ মৌসুমে ৮টা হ্যাটট্রিক করেছেন হ্যারি কেইন। সেখানে বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে শনিবার দ্বিতীয় মৌসুমেই পেলেন বুন্দেসলিগায় ষষ্ঠ হ্যাটট্রিক। এবার কেইনের আগুনে পুড়ল স্টুটগার্ট।

কেইনের হ্যাটট্রিকে ৪-০ গোলে জিতেছে বায়ার্ন।  সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর এটা প্রথম জয় তাদের। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থানে আছে বায়ার্ন। সমান ১৭ পয়েন্ট হলেও গোল গড়ে দুইয়ে লাইপজিগ। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন ১৪ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।

ফল

প্রিমিয়ার লিগ

ম্যানইউ ২ : ১ ব্রেন্টফোর্ড

বোর্নমাউথ ২ : ০ আর্সেনাল

নিউক্যাসল ০ : ১ ব্রাইটন

বুন্দেসলিগা

লেভারকুজেন ২ : ১ ফ্রাঙ্কফুর্ট

বায়ার্ন ৪ : ০ স্টুটগার্ট

সিরি ‘এ’

এসি মিলান ১ : ০ উদিনেস

জুভেন্টাস ১ : ০ লাৎসিও

৫৭ থেকে ৮০ মিনিটে তিন গোল করেন কেইন। গোলের শুরুটা করেন বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে। ৬০ মিনিটে বক্সে বল পেয়ে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

 ৮০ মিনিটে কেইন পূরণ করেন হ্যাটট্রিক। এবারের লিগে এটা তার দ্বিতীয় হ্যাটট্রিক, এই মৌসুমে সবমিলিয়ে তৃতীয় আর বুন্দেসলিগা ক্যারিয়ারে ষষ্ঠ। ৮৯তম মিনিটে বায়ার্নের চতুর্থ গোলটি করেন কিংসলে কোমান।

ম্যানইউ জয়ে ফিরলেও হেরেছে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা, যা প্রায় এক মাস পর লিগে প্রথম জয় ম্যানইউর। অষ্টম ম্যাচে তৃতীয় জয়ে ১১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠে এসেছে তারা।

উইলিয়াম স্যালিভা প্রথমে দেখেছিলেন হলুদ কার্ড। পরে ভিএআরে সেটা হয় লাল কার্ড। ছবি : এক্স

বিরতির আগে এথান পিনক এগিয়ে নিয়েছিলেন ব্রেন্টফোর্ডকে। ৪৭ মিনিটে গারনাচোর গোলে সমতা ফেরায় ম্যানইউ। প্রিমিয়ার লিগে ৩০০ মিনিট পর এটা প্রথম গোল তাদের। ১৫ মিনিট দ্বিতীয় গোলটি করেন রাসমুস হইলুন্দ।

অপর ম্যাচে ভাইটালিটি স্টেডিয়ামে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে বোর্নমাউথ। ২০২৪-২৫ মৌসুমে এটি আর্সেনালের প্রথম হার। ৩০তম মিনিটে বোর্নমাউথের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসনকে ফাউল করে লাল কার্ড দেখেন উইলিয়াম স্যালিভা। ১০ জন নিয়ে আর পেরে উঠেনি আর্সেনাল।

৭০তম মিনিটে জাস্টিন ক্লুইভার্টের নিচু কর্নার নিয়ন্ত্রণে নিয়ে বোর্নমাউথকে এগিয়ে দেন রায়ান ক্রিস্টি। ৭৯তম মিনিটে ক্লুইভার্টের পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে তারা।  

এই হারে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন তিন নম্বরে। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ১৮ আর ম্যানচেস্টার সিটির ১৭।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত