বাঁহাতি স্পিনারের জায়গায় একজন বাঁহাতি স্পিনার নেওয়া গেছে। কিন্তু সাকিব আল হাসানের অভাবটা কি মেটানো গেল? একটুও না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে একটি পরিবর্তন এনেছে বিসিবি। নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় এই টেস্টে খেলা থেকে সরে এসেছেন সাকিব। তার জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে।
হাসান মুরাদ বাঁহাতি স্পিনার হিসেবে ভালো। ৩০টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ১৩৬ উইকেটে। ইনিংসে ৫ উইকেট আছে ১২বার। সেরা বোলিং ১১৯ রানে ৮ উইকেট। তবে সাকিবের অভাব মেটাতে পারবেন না। সাকিব থাকলে একজন ব্যাটারের সুবিধাও পেয়ে যায় বাংলাদেশ দল।
মুরাদকে দলে নিয়ে সে কথাই বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, “আমাদের জানানো হয়েছে সাকিব প্রথম টেস্ট খেলতে আসছেন না। আমরা তার জায়গায় অভিজ্ঞতা সম্পন্ন কাউকে পাইনি। তবে মুরাদ আমাদের সিস্টেমের মধ্যে ছিল। সে ঘরোয়া ক্রিকেটে ভালো করছে। আশাকরি বল হাতে সে জাতীয় দলে সুযোগ পেলে ভালো করবে।”
মুরাদ এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে এবারও প্রথম সুযোগ পেয়েছেন এমন নয়। গত বছর শেষদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও দলে রাখা হয়েছিল ২০২০ যুব বিশ্বকাপ জয়ী দলে থাকা এই স্পিনারকে। সাকিবের পরিবর্তে মুরাদ ছাড়া প্রথম টেস্টের দলে আর পরিবর্তন আসেনি।