মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাসান মাহমুদ। ম্যাচের এ দিন বাংলাদেশের হয়ে তুলনামূলক ভালো পারফরম্যান্সটা তার। নিয়ম অনুযায়ী দিনের সেরা পারফরমার সংবাদ সম্মেলনে আসেন। তবে এ দিন নাজমুল হোসেন শান্ত এলে ভালো হতো।
যে উইকেটে কাইল ভেরেইনা প্রথম খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়ে যান সেখানে বছরের পর বছর খেলেও শান্তরা পারেন না কেন? শান্ত উত্তর না দিলেও তার হয়ে সম্ভবত সেরা উত্তরটাই দিয়ে গেলেন পেসার হাসান মাহমুদ। বলেছেন, “আউট হওয়াটাতো আমাদের কন্ট্রোলে নেই।”
উত্তরটি হাস্যকরে। কারণ প্রায় ইনিংসে সঠিক প্রসেস মেনে খেলতে না পারায় উইকেট বিলিয়ে দিয়ে আসেন ব্যাটাররা। নাজমুল হোসেন শান্তর আজকের আউটটাই উদাহরণ হিসেবে নেওয়া যায়। ২৩ রান করে ইনিংসের শুরু পেয়েছেন। সময় নিয়ে খেলে ইনিংসটি আরও লম্বা করতে পারতেন অধিনায়ক। কিন্তু কেশব মহারাজের বলে কি করতে চাইলেন তার ব্যাখ্যা একমাত্র শান্তই দিতে পারেন।
যারা শান্তর আউট দেখেছেন, তারাও বলবেন টেস্টে ডিফেন্স এভাবে করা সম্ভব নয়। সামনের পা লেগ স্ট্যাম্পের দিকে নিয়ে পেছনের পা দিয়ে অফ স্ট্যাম্প গার্ড করে বল ডিফেন্স করতে চেয়েছিলেন শান্ত। আসলে এই বলে অন্য কোন শট নিতে চেয়েছিলেন হয়তো। ডিফেন্সের নিয়ম মিস করায় বলও মিস করলেন। তাতে এলবিডব্লিউ হয়ে গেলেন সরাসরি।
সাধারণ ডিফেন্স করলে আউট হওয়ার বিপদ এড়িয়ে যেতে পারতেন শান্ত। বাংলাদেশ ব্যাটাররা নিয়মিত ভুল করে আউট হলেও হাসান বলে গেলেন আউট হওয়া তাদের হাতে নেই।
অথচ প্রোটিয়া দলের সংবাদ সম্মেলনে এসে ভেরেইনে জানালেন সেঞ্চুরির রহস্য, “আমি সময় নিয়েছি। উপমহাদেশে প্রথম ইনিংস হলেও এমন উইকেটে ব্যাটিং করার হোমওয়ার্ক করা ছিল। সেই প্রসেস ফলো করে খেলেছি।”
ভেরেইনারা প্রসেস ফলো করেন কিন্তু শান্তরা তা করতে পারেন না বলে ধারাবাহিক ভুল করে যান। তাই বিদেশি দল মিরপুরে এসে বড় স্কোর করে গেলেও বাংলাদেশি ব্যাটাররা মিরপুরে নিয়মিত বড় স্কোর করতে ব্যর্থ হন।
হাসান মাহমুদের তাই আক্ষেপ হয়। গত কয়েক বছরে বাংলাদেশের পেস অ্যাটাক খুব উন্নতি করেছে। পেসারদের জন্য টেস্ট জয়ও এসেছে। কিন্তু ব্যাটারদের জন্য টেস্ট জয়ের আনন্দ করতে পারেনি বাংলাদেশ।
আক্ষেপ করে হাসান জানিয়েছেন, “খারাপ লাগাটা স্বাভাবিক। কিন্তু মন থেকে বিশ্বাস করি আমরা ঘুরে দাঁড়াবো। সবসময় পরের দিন ভালো কিছুর চিন্তা করি। মনে রাখি যে ব্যাটাররা ভালো করবে। আমরা সবাই মিলে ভালো একটা স্কোর করে আগাবো। এই চিন্তা রাখি।”
ব্যাটারদের জন্য তাই হাসানের পরামর্শ, “আরও একটু মনোযোগ দিয়ে ব্যাট করা। যতটুকু সম্ভব সেট হয়ে ব্যাট করা উচিত আরকি।”
মিরপুর টেস্ট বাঁচাতে হলে তৃতীয় দিন জয়-মুশফিক-লিটনদের হাসানের পরামর্শ অবশ্যই মনে রাখা উচিত। একমাত্র তখনই আউট হওয়াটা নিজেদের হাতে রাখতে পারবেন বাংলাদেশ ব্যাটাররা।