Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বিপিএলের ভিডিও ফুটেজ দেখবেন সিলভারউড

সিলেটে সংবাদ সম্মেলনে ক্রিস সিলভারউড।
সিলেটে সংবাদ সম্মেলনে ক্রিস সিলভারউড।
[publishpress_authors_box]
সিলেট থেকে
সিলেট থেকে

আম্পায়ারের সমালোচনা করে দুই ম্যাচ নিষিদ্ধ হেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলা হবে না তার। নিয়মিত অধিনায়ককে ছাড়া প্রথম দুই ম্যাচে হয়ে যেতে পারে সিরিজের নিষ্পত্তিও।

হাসারাঙ্গার অভাব বোধ করলেও শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড এটা দেখছেন অন্যদের জন্য সুযোগ হিসেবে। আজ (রবিবার) সিলেটে সংবাদ সম্মেলনে সিলভারউড জানালেন,‘‘ দুই ম্যাচ খেলতে পারবে না ওয়ানিন্দু। এটা মেনে নিয়েই সামনে চলতে হবে। সে নিজের শাস্তি মেনে নিয়েছে। তবে তার জায়গায় যে সুযোগ পাবে, তার জন্য নিজেকে প্রমাণের মঞ্চ এটা। বিশ্বকাপের আগে এটা খুব ভালো সুযোগও।’’

চোটের জন্য পুরো সিরিজে নেই পাথুম নিশাঙ্কা। দলে ডাক পেয়েও চোটের জন্য ছিটকে গেছেন কুশল পেরেরা। তার জায়গায় এখন সিলেটে নিরোসান ডিকভেলা। তাদের না পেলেও আত্মবিশ্বাসী সিলভারউড, ‘‘নিশাঙ্কার না থাকা বড় শূন্যতা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার দারুণ কিছু ইনিংস আমরা গত ৬-৭ মাসে দেখেছি। তাকে ফিরে পেতে মুখিয়ে আমরা। আগেই বলেছি কোনও ক্রিকেটারের না থাকা মানেই অন্য ক্রিকেটারের ম্যাচ খেলার সুযোগ। আমাদের দলে যেমন ম্যাথুজের মত সিনিয়র আছে তেমনি একেবারে তরুণও আছে। ব্যাপারটা দারুণ।’’

সিলেটের উইকেটে সবুজ ঘাস দেখা গেছে ভালোভাবে। ম্যাচের আগে ঘাস কিছুটা কাটা হতেও পারে। এ ধরনের উইকেটে খেলতে মুখিয়ে সিলভারউড, ‘‘সবুজ ঘাস দেখলাম। ফাস্ট বোলারদের জন্য ভালো। বল তো এখানে উইকেট কিপার পর্যন্ত ক্যারি করবে। সাবেক পেসার হিসেবে উইকেট কিপার পর্ন্ত বল পৌঁছানোটা উপভোগ করি আমি। বিপিএলে সিলেটের কিছু ম্যাচের ভিডিও ফুটেজ দেখব। আমরা সৌভাগ্যবান যে এখানে খেলা কয়েকজন আছে আমাদের দলে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত