এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ আনুষ্ঠানিক সংবর্ধনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়রাষ্ট্রপতি ভবনে লাল গালিচায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। এই সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। ছবি : ফোকাস বাংলাভারতের সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। ছবি : ফোকাস বাংলারাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি অশ্বারোহী দল রাষ্ট্রপতি ভবনের গেট থেকে প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে সংবর্ধনাস্থল পর্যন্ত নিয়ে যায়। ছবি : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়সেখান থেকে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলাএসময় তিনি কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দেন মহাত্মা গান্ধীর সমাধিতে। ছবি : ফোকাস বাংলামহাত্মা গান্ধীর সমাধির পাশে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। ছবি : ফোকাস বাংলারাজঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি তুলে দেওয়া হয়। ছবি : ফোকাস বাংলাএরপর প্রধানমন্ত্রী যান নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়হায়দরাবাদ হাউসে একান্ত বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী। ছবি : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক হয়। সেখানে নেতৃত্ব দেন দুই দেশের প্রধানমন্ত্রীরা। ছবি : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়হায়দরাবাদ হাউসে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি : বাসসএরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়