দুদিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে দেশটিতে কোনও সরকারপ্রধানের প্রথম সফর।
শেখ হাসিনা আগামী শুক্রবার ঢাকা থেকে নয়া দিল্লি রওনা হবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে বাসস জানিয়েছে।
লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পর এই মাসেই টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদী।
গত ৯ জুন তার শপথ অনুষ্ঠানে প্রতিবেশী অন্য দেশগুলোর সঙ্গে শেখ হাসিনাও যোগ দিয়েছিলেন। ফলে ১৫ দিনের মধ্যে আবার ভারত যাচ্ছেন তিনি।
এবার দ্বিপক্ষীয় সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে বাসস জানিয়েছে। দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকও হবে এই সফরে।
শুক্রবার নয়া দিল্লি পৌঁছনোর পরপরই শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে দেওয়া হবে লাল গালিচা সংবর্ধনা; সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন মোদী।
এরপর রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সেদিনই হায়দরাবাদ হাউসে ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন শেখ হাসিনা ও মোদী। তাদের বৈঠকও সেখানেই হবে। সেখানে মধ্যাহ্ন ভোজেও অংশ নেবেন তারা।
এরপর বিকালে শেখ হাসিনা দেখা করবেন ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়ের সঙ্গে। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
সফর শেষে শনিবার সন্ধ্যায় দিল্লি থেকে ঢাকায় রওনা হবেন প্রধানমন্ত্রী।