Beta
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বিশ্বকাপ প্রস্তুতিতে দিনের আলোয় ম্যাচ

431029416_847954360676399_2411345584745681738_n
সিলেট থেকে
সিলেট থেকে

অফিস বা কলেজ শেষে স্টেডিয়ামে। ঘণ্টা তিনেকের রোমাঞ্চকর খেলা দেখে বাড়ি ফেরা। টি-টোয়েন্টির পরিচিতি ছবি এটা। বাংলাদেশ-শ্রীলঙ্কাও প্রথম দুই ম্যাচ খেলেছে ফ্লাডলাইটে। তাতে টস জিতে শিশির ফ্যাক্টর এড়ানোয় বাড়তি সুবিধা পায় বাংলাদেশ।

আজ (শনিবার) শেষ ম্যাচটা অবশ্য খেলা হবে দিনের আলোয় বেলা ৩টায়। এত রোদের মাঝে হঠাৎ একটা ম্যাচ এগিয়ে আনা কেন? নাম প্রকাশ না করার সূত্রে বিসিবির এক কর্তা জানিয়েছেন, ‘‘জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে দিনেও ম্যাচ আছে বাংলাদেশের। সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি হিসেবে দিনের বেলায় সূচি রাখা হয়েছে এই ম্যাচের।’’

শ্রীলঙ্কার পর বিশ্বকাপের আগে আর একটাই সিরিজ বাংলাদেশের। সেটা খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। সবমিলিয়ে বাংলাদেশ কীভাবে প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের?

সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছন, ‘‘বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে আমরা কেমন উইকেট পাব জানি না। এজন্য আমি ভালো উইকেটে খেলে প্রস্তুতি নিতে চাই। আমাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে যুক্তরাষ্ট্রে। কেউ জানে না উইকেট কেমন হবে, কারণ সেখানে তেমন খেলা হয়নি। আমি যতটা জানি অন্য জায়গা থেকে (অ্যাডিলেড থেকে)  পিচ বানিয়ে নিয়ে ওখানে বসাবে। আশা করছি, অস্ট্রেলিয়ার পিচের মতো হবে। নিউ সাউথ ওয়েলসে দেখেছি ব্যাটাররা স্বাধীনতা নিয়ে খেলেছে। সেখান থেকে কিছুটা তথ্য পেয়েছি। আমরা আমাদের সেরা প্রস্তুতি নেব।’’

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আছে ডালাসে। এ নিয়ে হাথুরুসিংহে জানালেন,‘‘ ডালাস, সেখানে কেমন হতে পারে, তা নিয়ে নিউ সাউথ ওয়েলস থেকে কিছুটা প্রতিক্রিয়া পেয়েছি । সেখানে তাদের দ্য ওয়াশিংটন ফ্রিডম দলটা মেজর লিগে খেলে। আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম, তখন ওদের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। আমরা এসব অচেনা চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি যতটা সম্ভব।’’

গত দুই বছরে টি-টোয়েন্টিতে ১৩টা উদ্বোধনী জুটি খেলেছে বাংলাদেশের। লিটন দাস ও সৌম্য সরকার ইনিংসের উদ্বোধন করেছেন সিলেটে। তাহলে কি এই দুজনই বিশ্বকাপের উদ্বোধনী জুটি বাংলাদেশের? হাথুরুসিংহে জানালেন, ‘‘আমরা অনেকটা বাধ্য হয়েই এমনটা করেছি। কারণ, আগে যেটা হয়েছে, সেটা কাজে দিচ্ছিল না। যদি এটা কাজ করে, আমরা এর ধারাবাহিকতা দেখতে চাই। তবে *(লিটন-সৌম্য) তাদের অ্যাপ্রোচ ভালো ছিল।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত

Add New Playlist