Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

 ঢাকা ফিরে মিরপুরে হাথুরুসিংহে

hhh
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

 নিউজিল্যান্ড সফর শেষে লম্বা ছুটিতে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএল শুরু হয়ে শেষ হওয়ার পথে পা বাড়ালেও যেন তার ছুটি শেষ হচ্ছিল না। অথচ জাতীয় দলের হেড কোচ হিসেবে তার বিপিএল দেখার প্রয়োজন ছিল ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য। অবশেষে হাথুরু ফিরেছেন। বৃহস্পতিবার রাতে বাংলাদেশে ফিরে শুক্রবার সকালে মিরপুরে এসেছিলেন জাতীয় দলের হেড কোচ।

শুক্রবার মিরপুরে হাথুরুসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নতুন নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, সদস্য হান্নান সরকার হাথুরুসিংহের জন্য নতুন। এছাড়া সৌজন্য সাক্ষাতে সঙ্গে ছিলেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরি।

একসঙ্গে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার দিনের প্রথম ম্যাচ দেখেছেন তারা। হাথুরু প্রথম ম্যাচ পুরোটা দেখেই মাঠ ছেড়েছেন। হাথুরুর সঙ্গে প্রথম আলাপ কেমন হলো তা জানতে চাইলে গাজী আশরাফ হোসেন লিপু সকাল সন্ধ্যাকে বলেছেন, “তেমন কিছু না। পরিচিত পর্বের মতো। ম্যাচ দেখা ও চা খাওয়া আর কি। তার সঙ্গে তো আগে থেকে সেইরকম পরিচিতি ছিল না তাই পরিচিত হওয়া।”

নতুন নির্বাচকদের সঙ্গে স্বাভাবিক ভাবেই একটি আনুষ্ঠানিক মিটিং করতে হবে হাথুরুকে। কারণ শ্রীলঙ্কা সিরিজ থেকে লিপু-হান্নান-হাথুরুদের টিম ম্যানেজমেন্ট হয়ে কাজ করতে হবে। সেই আলোচনা বা সভা করে হবে সেই প্রশ্নে লিপু সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, “আমি তো ১ (মার্চ) তারিখ থেকে দায়িত্ব নিব, আনুষ্ঠানিক কোন আলোচনা তার পরেই হবে। দেখা যাক আমরা তো খেলা দেখতে যাবোই। সিলেটে হতে পারে বা সিরিজের আগেও হতে পারে। এটা নিশ্চিত এখন বলা যাচ্ছে না।”

নতুন ব্যাটিং-বোলিং কোচ নিয়োগের ব্যাপারে হাথুরুসিংহের মতামতও নেয়া হয়েছে। নতুন কোচদের ব্যাপারে নির্বাচকদের হাথুরু কিছু জানিয়েছেন কিনা এ ব্যাপারে লিপু বলেছেন, “নতুন কোচ কারা হবে সে ব্যাপারে আমার কিছু বলার এখতিয়ার নেই। আমি চাইও না কিছু বলতে। তবে আমার কাছে যদি মতামত চাওয়া হয় তবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির স্বার্থে যেটা ভালো অবশ্য আমি আমার মত দিব। তবে নতুন কোচ নিয়োগের ব্যাপারে আলাদা বিভাগ আছে তারা যথেষ্ট যোগ্য। দেশের ক্রিকেটের জন্য ভালো সিদ্ধান্তই নেবেন তারা।”

৪ মার্চ থেকে শ্রীলঙ্কার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তার আগে ক্যাম্পে ২ মার্চ থেকেই থাকতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের। নিউজিল্যান্ড সিরিজের পর হাথুরুর বাংলাদেশে ফেরার কথা ছিল ২০ জানুয়ারি। কিন্তু ছুটি বাড়িয়ে এই কোচ ফেব্রুয়ারি পর্যন্ত টেনেছেন। ফিরলেন ২২ ফেব্রুয়ারি রাতে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত