কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সংঘর্ষের সময় ঢাকা সিটি কলেজের সামনের সড়ক থেকে এক হকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ওই তরুণের নাম মোহাম্মদ শাহজাহান। ২৫ বছর বয়সী শাহজাহান নিউমার্কেট এলাকার হকার ছিলেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সিটি কলেজের সামনে একজন পড়ে ছিলেন। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে শাহজাহানকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
খবর পেয়ে শাহজাহানের মা আয়েশা বেগম ও মামা মোসলেম উদ্দিন মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার লাশ শনাক্ত করেন।
মামা মোসলেম উদ্দিন সকাল সন্ধ্যাকে বলেন, “কোথায় ঘটনা ঘটেছে আমাদের জানা নেই। শাহজাহান নিউমার্কেট এলাকায় ও বলাকা সিনেমা হলের সামনে পাপোস বিক্রি করতো। কামরাঙ্গীচর চান মসজিদ এলাকায় তার বাসা। স্ত্রী ফাতেমা আক্তারকে নিয়ে শাহজাহান সেখানেই থাকতো।
“শাহজাহানের পিতার নাম মহসিন মিয়া। তিন ভাইবোনের মধ্যে শাহজাহান তৃতীয়। সকালে সে কাজের জন্য কামরাঙ্গীচরের বাসা থেকে বের হয়। সন্ধ্যায় খবর মেলে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। কিন্তু আমরা এসে লাশ পেলাম।”
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সংঘর্ষের পর সিটি কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, লাঠিপেটায় তার মৃত্যু হয়েছে।