Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

মিরনজুল্লাহ হরিজন কলোনি উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

ss-high-court-photo-14052024
[publishpress_authors_box]

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন পুরান ঢাকার বংশালের মিরনজুল্লাহ হরিজন কলোনিতে উচ্ছেদ কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

একইসঙ্গে এই কলোনির বাসিন্দাদের জন্য বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা। তার সঙ্গে ছিলেন আইনজীবী উৎপল বিশ্বাস ও মনোজকুমার ভৌমিক।

তিনি বলেন, “দুইশ-আড়াইশ বছর ধরে এ হরিজন সম্প্রদায় এখানে বসবাস করে আসছে। বংশ পরম্পরায় তারা এখানে থাকছে। কিন্তু কোনও নোটিশ ছাড়া তাদের উচ্ছেদ করছে সিটি করপোরেশন। তাদের পুর্নবাসন না করে এই উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। আদালত শুনানি নিয়ে স্থগিতাদেশ দিয়েছেন।”

এই আইনজীবী আরও বলেন, “আদেশের সময় আদালত বলেছেন– কোরবানির বর্জ্যসহ শহরের ময়লা এরাই পরিষ্কার করে। তাদের কারণে এই শহরটা পরিচ্ছন্ন থাকছে। ঈদের আগে আগে এমনটি (উচ্ছেদ) করলে এই বর্জ্য পরিষ্কারও কষ্ট হয়ে যাবে। আদালত বিষয়টিকে মানবিকভাবে দেখেছেন।”

কাঁচাবাজারের জন্য পুরান ঢাকার বংশালের মিরনজুল্লাহ হরিজন সিটি কলোনির একাংশ ভেঙে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মিরনজুল্লাহ কলোনির একটি অংশে আধুনিক কাঁচাবাজার নির্মাণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এজন্য সেখানে থাকা স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। ইতোমধ্যে প্রায় ২০টি পরিবারের বাড়ি ভাঙা হয়েছে। আরও ১২০টির মতো পরিবারও ঘর হারানোর শঙ্কায় রয়েছে।

এই কলোনিতে ৩ দশমিক ২৭ একর জমি রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এই ৩২৭ শতাংশের মধ্যে ২৭ শতাংশ জমিতে আধুনিক কাঁচাবাজার নির্মাণ করা হবে। এ জমির মধ্যে অর্ধেকের মতো জায়গায় আগে থেকেই কাঁচাবাজার রয়েছে।

উচ্ছেদ অভিযান শুরু করার পর সিটি করপোরেশনের কর্মকর্তাদের কাকুতি-মিনতি করে দুদিন সময় নিয়েছেন হরিজন ঐক্য পরিষদের নেতারা। বলে এসেছেন, দুই দিনের মধ্যে তারা নিজেরাই নিজেদের ভিটা ছেড়ে দেবেন। এরপর মঙ্গলবার রাত থেকে সেখানে আর বুলডোজার চলেনি।

এ নিয়ে বৃহস্পতিবার সকাল সন্ধ্যায় ‘যারা রাখে শহর সাফ, তারাই আজ হচ্ছে সাফ‘ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে।

এরপর এদিনই মিরনজুল্লাহ হরিজন কলোনিতে উচ্ছেদ কার্যক্রমে এক মাসের স্থগিতাদেশ দিল হাইকোর্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত