Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চার মামলা বাতিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
[publishpress_authors_box]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সতের বছর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া চারটি মামলার কার্যক্রম বাতিল হয়েছে হাই কোর্টে।

ঢাকার কাফরুল থানার এসব মামলা বাতিল প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে রায়ে এসব মামলা খারিজ বলা হয়েছে।

এ বিষয়ে বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়নে হাই কোর্ট বেঞ্চ পৃথক রায় দিয়েছে।

তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে ওয়ান-ইলেভেনের সময় দায়ের করা চারটি মামলার কার্যক্রম বাতিল করেছেন হাই কোর্ট। এসব মামলার ঘটনা দেখানো হয়েছে ২০০৩ থেকে ২০০৫ সাল। এমন আরও অনেক মামলা হয়েছে, যেগুলোতে এজাহারে তারেক রহমানের নাম নেই। তবুও এমন মামলায় তাকে রিমান্ডে নিয়ে অমাবিক নির্যাতন করেছে এবং কোমরের হাড় পর্যন্ত ভেঙ্গে দিয়েছে।

“আদালতে আমরা দেখিয়েছি, ২০১২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এসব মামলা চলতে পারে না। আপিল বিভাগ বলেছে, অনেক দেরি করে দেওয়া এসব চাঁদাবাজির মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। চারটি মামলার রুল যথাযথ ঘোষণা করেছে, অর্থাৎ মামলার কার্যক্রম বাতিল করেছে।”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় এ ধরনের বহু মামলা দায়ের হয়েছিল এবং আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ক্ষমতায় এসে সরকারিভাবে প্রত্যাহার করা হয় বলে জানান মাহবুব উদ্দিন খোকন।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, “আমরা সব সময় বলে এসেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের প্রচলিত আদালত ও আইনের শাসনের প্রতি বিশ্বাসী ও শ্রদ্ধাশীল। এই চারটি মামলা হাই কোর্ট থেকে খারিজ হওয়া প্রমাণ করে তিনি সবকিছু আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে চান।”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় সারাদেশে তারেক রহমানের নামে প্রায় ৮০টি মামলা দায়ের করা হয়েছিল; যার অধিকাংশই মানহানীর অভিযোগে বলে জানান কায়সার কামাল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত