Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

স্বাস্থ্যমন্ত্রীর ফেইসবুক অ্যাকাউন্ট নেই, জানাল মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
[publishpress_authors_box]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নাগরিকদের সতর্ক থাকতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের কোনও অ্যাকাউন্ট নেই। কিছু কুচক্রী, স্বার্থান্বেষী মহল ফেইসবুকে তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টায় লিপ্ত।

বিষয়টিকে বিব্রতকর, মানহানিদায়ক ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে সেখানে আরও বলা হয়, “ফেইসবুকে মাননীয় মন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। যার মাধ্যমে সাধারণ জনগণের প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ডা. সামন্ত লাল সেনের নামে ভুয়া ফেইসবুক একাউন্ট থেকে এসব প্রতারণাপূর্ণ বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে সতর্ক থাকার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হচ্ছে।”

এ ধরনের প্রতারণা ও জালিয়াতি বন্ধে মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানানো হয়।

গত ১৭ জানুয়ারিও মন্ত্রণালয় জানিয়েছিল, স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত