সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানির দিন ঠিক করে দিয়েছে আদালত।
আগামী ২১ জুলাই এই আবেদনের ওপর শুনানি হবে বলে ঠিক করে দেয় বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।
রবিবার রাষ্ট্রপক্ষ এ বিষয়টি শুনানির জন্য সময় চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহে দিন ঠিক করে দেয় হাইকোর্ট।
পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গত বৃহস্পতিবার সারডা সোসাইটি নামের একটি বেসরকারি সংগঠনের পক্ষে রিট আবেদন করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন মো. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া, রাষ্ট্রপক্ষে ছিলেন শেখ সাইফুজ্জামান।
আইনজীবী মো. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সকাল সন্ধ্যাকে বলেন, “আজ শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে সময় আবেদন করা হয়, তখন আদালত আগামী সপ্তাহের রবিবার দিন ঠিক করে দেন। এ সময় আদালত পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। আদালত বলেন, ‘এভাবে প্রশ্ন ফাঁস হলে দেশ তো মেধা শূন্য হয়ে যাবে’।”
পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে এবং ২৪ থেকে ৪৫তম বিসিএসে উত্তীর্ণ ক্যাডার ও নন- ক্যাডারদের তালিকা তৈরি করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়। এতে বিবাদী করা হয় পিএসসি ও দুদক চেয়ারম্যানকে।