Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ঢাকাসহ ৫ বিভাগে হিট অ্যালার্ট

তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফাইল ছবি
তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফাইল ছবি
[publishpress_authors_box]

দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার প্রেক্ষাপটে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের আট বিভাগের মধ্যে ঢাকাসহ পাঁচ বিভাগে এই হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

বুধবার রাতে দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

এই সময়ে বাতাসে জলীয়বাষ্পের আধিক্য থাকার কারণে গরমে অস্বস্তি বাড়তে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত এপ্রিলে টানা তাপপ্রবাহের প্রেক্ষাপটে কয়েক দফায় হিট অ্যালার্ট জারি করা হয়েছিল। তবে চলতি মে মাসে জারি করা এটিই প্রথম হিট অ্যালার্ট।

এদিকে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে শুধু সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে।

পাবনা, দিনাজপুর, নীলফামারী, কুঁড়িগ্রাম এবং রাঙ্গামাটি জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং রাজশাহী ও রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

তাপমাত্রা সাধারণত ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মাঝারি এবং ৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকালে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর বিভাগের জেলা দিনাজপুরে, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সকাল সন্ধ্যাকে বলেন, তাপপ্রবাহের এ অবস্থা ৪৮ ঘণ্টা পর্যন্ত থাকবে। তবে বৃহস্পতিবার সিলেট বিভাগের ‍কিছু কিছু অংশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে। কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা পরিবর্তিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত